সেরা দুইটি কবিতা

 আমি চাই

আমি চাই
আমি তোর প্রেমে পড়তে চাই না,
থাকতে চাই৷
তোর প্রেমে মরতে চাই না,
বাচতে চাই৷
একসাথে হাটতে চাই
ভোরের শিশির ভেজা ঘাসে,
কিংবা ল্যাম্পপোস্টের আলোর নিচে৷ 
সোডিয়ামের আলোতে বসে
গল্প করতে চাই৷
তোকে হারাতে নয়,
জিততে চাই৷
তোকে নয়, তোর
ভালোবাসা  পেতে চাই৷

এসো হে প্রিয়! 

তুমি হৃদয়ের পুষ্প কাননে এসো গো বন্ধু! 
বসন্তের ফুল হয়। 
আমি প্রেমের মালা গাঁথবো একটা 
ফুল বাগানের মালি হয়ে।
এসো তুমি হে প্রিয়! 
বর্ষার বৃষ্টি হয়। 
আমি ভিজে ভিজে স্নিগ্ধ  হব
মন প্রাণ উজাড় করে। 
চাঁদ হয়ে, হয়ো গো উদয় 
মনেরি আকাশে, 
জোসনা হয়ে থেকো গো প্রিয় 
বুকেরি বা-পাশে। 
শীতের ভোর হয়ে এসো গো বন্ধু! 
ভালোবাসার পরশ নিয়ে।
কুয়াশার চাদরে জড়িও আমায়
খুব যতনে আপন করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url