Community Health Foundation Bangladesh Job Circular 2024

Community Health Foundation Bangladesh Job Circular 2024

কমিউনিটি হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ-এর প্রকল্প কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ এবং কমিউনিটি বেজড নার্সিং ইন্সটিটিউট বাংলাদেশ-এ নিয়লোক্ত পদসমূহে চুক্তিভিত্তিক নিয়োগ/ প্যানেল তৈরীর নিমিত্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

* আবেদনপত্র (মোবাইল নাস্বারসহ), পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও বিএনএমসি'র রেজিস্ট্রেশন (হালনাগাদ), জাতীয় পরিচয় পত্র ও অভিজ্ঞতার ফটোকপি আগামী ২০ নভেম্বর, ২০২৪ ইং তারিখ, বুধবার, বেলা ২.০০ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে হবে ।

** উভয় পদের জন্য ৮০০/- (আটশত) টাকার ব্যাংক ড্রাফট/ ফাউন্ডেশনের হিসাব শাখায় নগদ জমা দিয়ে রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

* এখন থেকে উক্ত পদসমূহে বেতন-ভাতাদি চুক্তিভিত্তিক সময়ে সিএইচএফবির বর্তৃমান চুক্তিভিত্তিক নিয়মানুযায়ী এবং নিয়মিত হওয়ার পর সিএইচএফবি ও অরকারী বেতন কাঠামো অনুরারী প্র করা হবে।

* লিখিত পরীক্ষা আগামী ০৫ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখ, বৃহস্পতিবার, সকাল ১০ ঘটিকায় অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

* মোখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে।

* পরীক্ষায় আসা-যাওয়ার জন্য কোন প্রকার টি.এ/ডি.এ. প্রদান করা হবে না।

* নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

এমন সকল প্রকার সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সহ সকল প্রকার চাকরির সার্কুলার পাবেন আমাদের এই ওয়েব সাইটে। আসাদের সাইটটি ফলো দিয়ে সাথেই থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url