চিনাবাদাম খাওয়ার উপকারিতা ও অপকারিত
চীনাবাদাম (আরাচিস হাইপোগিয়া-Arachis hypogea) লেগাম গোত্রের একটি প্রজাতি যার উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং মেক্সিকো। আদি উৎস আমেরিকা হলেও বর্তমানে ভারতীয় উপমহাদেশ, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মধ্য আফ্রিকা, মাদাগাস্কারসহ আরো অনেক উষ্ণমন্ডলীয় দেশে চীনাবাদামের ব্যাপক চাষাবাদ হচ্ছে। চীনাবাদাম হচ্ছে সয়াবিনের পর সর্বাপেক্ষা বেশি তেল প্রদায়ী ফসল। চীনাবাদামের গাছ একটি ঔষধী জাতীয় লতানো গুল্ম, যা ৩০ সেমি থেকে ৫০সেমি (১ ফুট থেকে ১.৫ ফুট) দীর্ঘ হয়।
চীনা বাদামের ফুল থেকে স্বাভাবিক ভাবে অন্যান্য ফুলের মতই ফল হয় না। এদের গাছে হলুদ রং এর ফুল হয়। সেই ফুলে পরাগয়ান হবার পর ফুলের পাপড়িগুলি ঝরে যায় ও ওভারীটি ফুলে ওঠে। সেই ফুলে ওঠা ডিম্বাশয়কে পেগ (peg) বলা হয়। সেই পেগটি তখন আরো একটি লম্বা হয়ে ওঠা একটি দন্ড সহকারে হটাত নিচের দিকে ঘুরে যায়। সেই ডিম্বাশয়টি পেগ-স্টেম সহ তখন নিচে ঘুরে গিয়ে এক /দু দিনের মধ্যে মাটির নিচে প্রবেশ করে ও ধীরে ধীরে চিনাবাদাম ফল হয়ে মাটির নিচেই বাড়তে থাকে। তাই আমরা যখন চীন বাদাম এর ফল তুলি তখন মাটির নিচ থেকেই তুলতে হয় যদিও ফুল মাটির ওপরে স্বাভাবিক ভাবেই হয়।
চিনাবাদাম কেন খাবেন?
চিনা বাদাম বেশ সহজলভ্য, উপকারী এবং সস্তা। চিনা বাদাম আপনি সব জায়গায় পাবেন । এমন কি আমাদের কাছে অর্ডার করলেও আমরা কুরিয়ার করে সেবা চিনা বাদামটা আপনাকে পাঠিয়ে দিব। মুদি দোকানে গ্রোসারি সপে পাবেন এমনকি রাস্তার মোড়ে মোড়ে দেখা মেলে চিনা বাদাম বিক্রেতার। শখ করে কখনো কখনো হয়তো খাওয়া হয় তবে এর উপকারিতা সম্পর্কে জানলে প্রতিদিনের খাদ্যতালিকায় এই বাদাম রাখতে চাইবেন। চিনা বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বো-হাইড্রেট ও প্রোটিন আছে। প্রতিদিন একমুঠো চিনা বাদাম খেলে আপনি আপনার শরীরকে অনেক রোগ-বালাই থেকে দূরে রাখতে পারবেন।
শরীরের মাত্রাধিক কোলেস্টেরল হৃদরোগ, উচ্চ রক্ত চাপ, ওজন বৃদ্ধি ও ডায়াবেটিস এর মতো কঠিন রোগ সৃষ্টি করে। বাদামের অসাধারণ কার্যকরী ফ্যাট শরীর থেকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাছাড়া, এই বাদাম শরীরের চর্বি কমাতেও সাহায্য করে। প্রতিদিন একমুঠো চিনা বাদাম খেতে পারেন শরীরের কোলেস্টেরল কমাতে।
প্রতিদিনের সকালের নাস্তায় রাখুন চিনা বাদাম
রাতে ১০-১৫ টি বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। চিনা বাদামের অ্যান্টি-অক্সিডেন্ট ডায়াবেটিস নির্মূলে বিশেষভাবে কার্যকরী।
বাদাম দিয়ে সকালের নাস্তা তৈরির নিয়ম: ১ মুঠ বাদাম + একমুঠ কাচা ছোলা + ৩-৪ টা কাজু বাদাম / পোস্তাবাদাম + ১টি কলা + ৩টি খেজুর +১টি ডিম + ৫/৭ টুকরো সসা। প্রতিদিন এই মেনু আনার ওজন কমাতে সাহায্যে করবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং পুষ্টি ঘাটতি রোধ করবে।
প্রতিদিন একমুঠো চিনাবাদাম খেলে যে উপকার পাবেন
চিনা বাদাম কি ক্ষতিকর?
চিনা বাদামে আছে প্রচুর মনো ও পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাটস, প্রোটিন ও ডায়েটারি ফাইবার, যা রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সাহায্য করে। প্রধানত ভিটামিন ই, ভিটামিন বি-কমপ্লেক্স এবং আরও কিছু মিনারেলস, যেমন - ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, আয়রন জিংক ও ম্যাঙ্গানিজ, কপার ও সেলেনিয়াম আছে বাদামে। ভরপুর পুষ্টি থাকলেও চিনা বাদাম খাওয়ার আগে সাবধান; কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
- চিনা বাদামে থাকা প্রোটিনের কারণে অনেকের অ্যালার্জি হতে পারে। এ অ্যালার্জি সাধারণত ত্বকের র্যাশ, শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং কখনও কখনও অ্যানাফাইল্যাক্সিসের মতো গুরুতর প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। যদি কেউ বা পরিবারের কারো চীনা বাদামে অ্যালার্জি থাকে, তবে এটি এড়িয়ে চলাই ভালো।
- কিছু চিনা বাদামে ছত্রাক (ফাঙ্গাস) থাকতে পারে, যা অ্যাফ্লাটক্সিন নামে একটি বিষাক্ত উপাদান উৎপন্ন করে। এটি দীর্ঘমেয়াদে লিভার সংক্রমণ, এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। তাই বাদাম কেনার আগে বা খাওয়ার আগে ভালোভাবে দেখে নিন।
- বাজারে পাওয়া অনেক চিনা বাদাম অতিরিক্ত লবণ দিয়ে প্রস্তুত করা হয়, যা উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কম লবণযুক্ত বা অপ্রক্রিয়াজাত চিনা বাদাম বেছে নিন।
- চিনা বাদাম উচ্চ ক্যালোরি এবং চর্বিযুক্ত। তাই অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বৃদ্ধি এবং হজমের সমস্যা হতে পারে। প্রতিদিন এক মুঠো (৩০-৫০ গ্রাম) বাদাম খাওয়া যথেষ্ট।
- গর্ভবতীদের ক্ষেত্রে চিনা বাদাম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত, বিশেষ করে যদি কোনো অ্যালার্জির ইতিহাস থাকে। এটি গর্ভাবস্থায় স্বাস্থ্য উপকারিতা দিতে পারে, তবে সঠিকভাবে এবং পরিমাণমতো খাওয়া উচিত।
কি বাদাম লাগবে?
আমরা দিচ্ছি শত ভাগ বাছাইকরা প্রিমিয়াম কোয়ালিটির চিনা বাদাম লাল/সাদা যেকোন টি চাইলেই পাবেন আমাদের কাছে আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি। প্রতি কেজি বাদামের মুল্য মাত্র ৩৫০ টাকা। বাংলাদেশের যে কোন প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি। আগেই বলে রাখি কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে। তবে ৩ কেজির বেশি ক্রয় করলে কুরিয়ার চার্জ একদম ফ্রি।
যোগাযোগ:
বিশ্বাস এগ্রো
মোবাইল: ০১৭১১-৫১৮০৯২
বিশেষ দ্রঃ একটিও খারাপ বাদাম পেলে ১০০% মানি ব্যাক গ্যারান্টি