ভালবাসার মানুষ কে হারিয়ে কোন মেয়ে পাগল হয়ে গেছে

ভালবাসার মানুষ কে হারিয়ে কোন মেয়ে পাগল হয়ে গেছে
কেউ কি বলতে পারবেন?জানি বলতে পারবেন না,কারন
মেয়েরা পাগল খুব কমই হয়।কিন্তু এমন অনেক ছেলে
আছে যারা ভালোবাসার মানুষকে হারিয়ে পাগল হয়ে
রাস্তায় রাস্তায় ঘুরছে!আমি দেখেছি।তারপর ও
ছেলেরা খারাপ,প্রতারক, ধোঁকাবাজ!
,-
ওই মেয়ে শুনো তোমাকেই বলছি,এখনো এমন অনেক
ছেলে আছে যারা ভালবাসার মানুষ এর জন্য জীবন
বাজী রাখতে পারে, পারে নিজের ভালোবাসা কে
বাঁচানোর জন্য যুদ্ধ ঘোষণা করতে।মেয়ে তোমার
বিবেকের কাছে প্রশ্ন করো আসলে দোষটা কার
ছেলেদের না তোমাদের...?
তোমরা ভুল মানুষ কে সিলেক্ট করো তারপর সব
ছেলেদের কে এক কাতারে নিয়ে আসো!
,-
আজব!
,-
একটা প্রবাদ আছে যে মেয়েদের বুক পাটে তো মুখ ফুটে
না!সত্যি তাই...মেয়েরা হলো পৃথিবীতে অদ্ভুত এক
প্রাণী!এমন প্রাণী পৃথিবীতে আর আছে কি না আমার
জানা নেই!থাকলে ও আর জানতে চাই না।মেয়েদের কে
আল্লাহ্ অদ্ভুত এক ক্ষমতা দিয়েছে সহ্য করার মত।
মেয়েরা ইচ্ছে করলেই পাগল হতে পারে না।সেই ছোট
বেলা থেকে শুরু হয় জীবন যুদ্ধ যার শেষ মৃত্যুর পর!
,-
মেয়েদের কে বুঝার মত ক্ষমতা কারো নেই।যাকে
ভালোবাসে বাসেই আর যাকে ভালোবাসে না তার ছায়া
পর্যন্ত দেখতে পারে না।
মেয়েরা অনেক সহজ সরল হয়,একটু বুঝিয়ে বললেই
বুঝে।
আর যেটা বুঝবে না সেটা আপনি জীবন দিয়ে ও বুঝাতে
পারবেন না।
,-
হায়রে মেয়ে মানুষ!
,-
আশ্চর্য বিষয় হলো মেয়েরা সব সময় ভাল ছেলেদের কে
এড়িয়ে চলে কারণ ভাল ছেলেরা কখনো ইনবক্স এ
লুতুপুতু করতে পারে না।পারে না রঙ লাগিয়ে সঙ
সাজিয়ে কথা বলতে!ফেইসবুকে এমন অনেক ছেলে আছে
যারা বছরে ও টাইমলাইনে একটা পোষ্ট দেয় না!কিন্তু
প্রতিনিয়ত ইনবক্স এ পোষ্ট দিয়ে যাচ্ছে...!
,-
প্রেমে পড়লে মানুষ যেমন কবি হয়ে যায় তেমনি পাগল
ও হয়ে যায়।
,-
সাবধান প্রেম থেকে!
,-
ভালবাসা হলো জীবনের সব চেয়ে সুন্দর অনুভূতি যা
কখনো মিথ্যাে দিয়ে হয় না।অনেকই মিথ্যের আশ্রয়
নিয়ে ভালবাসা আদায় করতে চায় একটুও ভাবে না যে
মিথ্যে দিয়ে তৈরি করা কোন কিছুই বেশি দিন টিকে না।
আজ না হয় কাল মিথ্যে দিয়ে তৈরি করা আপনার
ভালবাসা হারিয়ে যাবেই নিশ্চিত থাকুন।
,-
একটা কথা মনে রাখবেন মিথ্যে ভালবাসা হলো কচু
পাতার পানির মত একটু আঘাতেই পড়ে যায়,
আর সত্য ভালবাসা হলো পানির মতো যা শত আঘাতের
পরও ফিরে আসে আর মিলে যায়।
,-
প্লিজ ভুল মানুষ কে সিলেক্ট করে কষ্ট কে বরণ করে
নিবেন না। চোখের জলে ভাসবেন না!কাউ কে মন
দেওয়ার আগে একটু সময় নিন,ভাবনা ঘোরে ডুবে যান।
ভালবাসি বলা যতটা সহজ ততটা কঠিন ভালবাসার মানুষ
কে আগলে রাখা।
ভাল থাকুন।
সুস্থ থাকুন।
ভালোবেসে
ভালোবাসার
মানুষ এর
সাথেই থাকুন।
,-
ধন্যবাদ,ভালবাসি অনেক!


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url