প্রেম করলেই স্বামী স্ত্রী হওয়া যায়না

একজন পল্টি মারলে বুঝবেন।.•শালী কখনো বোন হতে পারে না– আড়ালে একা থাকলে বুঝবেন।.•দেবর কখনো ভাই হতে পারে না –একটু চান্স দিলেই বুঝবেন।.•কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না – হাতে হাত রাখলে বুঝবেন।.•বিপরীত লিংগের ফ্রেন্ড কখনো হালাল হয় না – চোখ কান খোলা রাখলে বুঝবেন।.•ধর্মের ভাই-বোন,মা- বাপ বলতে কিছু নাই–স্বার্থের পরীক্ষায় পড়লে বুঝবেন।.এগুলো শুধুমাত্র শয়তানের কৌশল ব্যাতিত কিছুই না। আপনার মন খোলা যুক্তি দিয়ে হারামকে হালাল বানিয়ে আপনি আপনার জাহান্নাম ঠেকাতে পারবেন না।.মহা জ্ঞানী স্রষ্টা আপনার চাইতে কম বুঝে এই সম্পর্ক গুলো হারাম করেন নাই।.তিনি যা হারাম করছেন তা আপনার যুক্তি দিয়ে আটকানোর চেষ্টা করা আর তলোয়ার দিয়ে সাগরের পানি দুইভাগ করার চেষ্টা সমান।.আল্লাহকে ভয় করুন, হারাম হালাল মেনে চলুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url