Breaking News

ভাইয়া ঐ সোপিছটা দেখি,, আরে না ঐটা, হ্যাঁ হ্যাঁ।। কত দাম এটার?

--জ্বী আপু এটা ৪০০ টাকা। (আমি)
.
--ও আচ্ছা, আর একটু কমের ভেতর নাই?
.
--এইযে এটা দ্যাখেন এটা ৩০০ টাকা।।
.
-- দেড়শো টাকা হয় না?
.
--না আপু, এটাতো সুন্দর বেশি, দাড়াঁন দেরশো টাকারটা দেখাই।
.
--থাক ভাইয়া দেখাতে হবে না,, এটাই কম রাখেন।। ২০০ টাকা রাখেন।।
.
--আপু কেনাই ২২০ টাকা। কিভাবে দেই বলুন। আর ধরছেনতো ধরছেন ভালটাই ধরছেন।
.
--আচ্ছা ২৫০ টাকাই দিবো, ফুল দিয়ে সুন্দর করে রেপিং করে দিতে হবে।।
.
( দোস্তের দোকানে দোস্ত একটা কাজে গেছে বলে আমিই রেপিং করছি।।রেপিং করতে করতে কথা হচ্ছে)
.
-আপু কোন ক্লাসে পড়েন?
.
--ক্লাস 10.
.
--বার্থডে গিফট?
.
-জ্বী
.
--কাকে দিবেন এত সুন্দর গিফট।।বয়ফ্রেন্ড?
.
--না ইয়ে মানে,,
.
--সমস্যা নেই আমাদের কাজই এটা।। দাড়াঁন স্পেশাল করে প্যাক করে দেই।।
.
অনেকটা সময় নিয়ে সুন্দর করে প্যাক করে দিলাম।
কিন্তু টাকা দেওয়া দেখে কেমন যেন লাগলো।। দুইটাকা,পাচঁ টাকা, দশটাকার নোটগুলো গুছিয়ে বার বার গুনতে লাগলো।। বুঝতে আর বাকি রইলো না যে টাকা সট আছে।। তাই নিজেই বল্লাম।।
.
--আপু কোন সমস্যা?
.
--না মানে, কিছু টাকা কম আছে
.
-কত টাকা কম?
.
--জ্বী ২২০ টাকা আছে।। পরে দিয়ে যাই?
.
--আসলে বন্ধুর দোকান,, আমি এমনি বসেছি।
.
--ভাইয়া সমস্যা হলে সোপিছটা রেখে দিন, অন্যটা দিন,,
.
--না থাক।। একটা সত্য কথা বল্লে টাকা দিতে হবে না। আমি দিয়ে দিবো।।
.
--কি বলুন
.
--আপনি টাকা কোথায় পাইছেন? টিফিন না খেয়ে জমাইছেন না?
.
--জ্বী
.
--বয়ফ্রেন্ড কি করে?
.
--কলেজে পড়ে,
.
--বয়ফ্রেন্ড জানে টিফিন না খেয়ে গিফট দিচ্ছেন?
.
--না।। কিছু জানে না,,
.
--বয়ফ্রেন্ডের বাবা কি করে?
.
--বিদেশ থাকে
.
--আর আপনার বাবা?
.
--কৃষিকাজ করে।।
.
--টিফিন না খেয়েযে দিচ্ছেন সে যদি দাম না দেয়, সাধারন জিনিস বলে ফেলে দেয়।।
.
--কি করবো বলুন, আমার কাছেতো আর টাকা নেই আর আজই তার বার্থডে।। বাসায় যে যাবো সেই ভাড়াটাও নেই।।
.
--এই টাকাট নিন, এটা দিয়ে রিকসা নিয়ে বাসায় যান।।
.
--Thank you ভাইয়া।।
.
কিছু কথা-- আসলে একটা মেয়ে একটা ছেলের জন্য অনেক কিছুই করতে পারে।।
.
স্টুডেন্ট লাইফ খুব টানাটানির সময়
(তার উপর যদি আরো মধ্যবিত্ত পরিবারের হয়)।।
সেই সময়ে যদি কেও আপনাকে কিছু গিফট করে তবে বুঝে নিতে হবে, হয় টিফিন না খেয়ে, নাহয় নিজের সখের কিছু না কিনে বা ধারদেনা করে আপনাকে গিফট দিচ্ছে।।
তাই গিফট যাই হোক, তাতে কিন্তু অনাবীল ভালবাসা থাকে।। সামর্থ না থাকলেও বেশ ইচ্ছে জাগে তাদের মনে বড় কিছু দেওয়ার।। হয়তো তার চাওয়াটা চাওয়াই থেকে যায়।।
.
ভাইয়াদের বলি, আপনার Gf যদি স্টুডেন্ট হয় তবে টাকা কোথায় পাইছ তা প্রশ্ন করুন, মিথ্যা বলতেছে মনে হলে আপনার কসম দিন। কারন হয়তো সে কষ্ট করে আপনাকে খুশি করার চেষ্টা করছে।।

No comments

info.kroyhouse24@gmail.com