একটি সুন্দর Love Story

একটা ছেলে আর একটা মেয়ের চার বছরের ভালোবাসা।
একদিন মেয়েটি ঈদের আগে ছেলেটির কাছে একটা সোনার
মালা গিফট চাইলো।
ছেলেটি কিছু বললো না।
পরের দিন কলেজ যাওয়ার সময় মেয়েটি ছেলেটিকে বললো আমার গিফট কোথায়?
ছেলেটি কিছু না বলে
মেয়েটিকে একটি বেটারি সেট পুতুল দিলো।
মেয়েটি সেটা হাতে নিয়ে রাস্তায় ছুরে ফেলে দিলো।
ছেলেটি যত্ন সহকারে পুতুলটি তুলতে গেলো,
এমন সময় একটা বাস এসে ছেলেটিকে ধাক্কা দেয়।
ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যায়।

মেয়েটা দৌড়ে গিয়ে ছেলেটিকে জড়িয়েরধরে কাদতে থাকে।
এমন সময় বেটারি সেট পুতুলটি বলতে লাগলো তোমার গিফট আমার
পকেটের ভিতর (ছেলেটার)।
যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার পকেট (ছেলেটার) থেকে
তোমার গিফটটা বের করো। 
মেয়েটি ছেলেটির পকেটে হাত দিয়ে দেখে ছেলেটি তার জন্যে সত্যিই সোনার চেইনটি এনেছে
পুতুলের ভিতর। মেয়েটি সেটা দেখে ছেলেটিকে ধরে আবার কাঁদতে লাগলো।
আর বললো তুমি আমায় এতো ভালোবাসো আগে বলোনি কেন? 
কিন্তু এখন আর কেঁদে কি হবে?
মেয়েটি যার জন্যে কাঁদছে সে তো আর পৃথিবীতে নেই।
তাই ,সবাইকে বলছি যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তাকে
তুমি মতো বোঝ, অন্তত একবার তাকে বোঝার চেষ্টা করো তার প্রতি একটু বিশ্বাস
এবং ভরসা রাখো। দেখবে পৃথিবী বদলে গেলেও তার ভালোবাসা কখনও বদলাবে না।
So, Mind it

আর আসলে মেয়েদের ভালোবাসা টাকা বা গিফটের উপর।
পৃথিবিতে ছেলেদের লাভটাই রিয়েল হয়। মেয়েরা ছেলেদের থেকে টাকা?
খাওয়ানোর আবেগ দিয়ে ভালোবাসে।আবার সব মেয়ে কিন্তু এক নই,,,,
ভুল হলে ক্ষমা করবেন।,,

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url