ভালোবাসা অন্ধ

♥ মেয়েঃ হায় হায় খোদা তুমি এটা কি করলে।?

ছেলেঃ কি আর করলাম kiss খেয়েছি।?

মেয়েঃ ছি ছি আমার হাতটা কি বলবে এখন।?

ছেলেঃ কি বলবে শুনি।?

মেয়েঃ বলবে তোমার bf এর বুঝি আমাকেই kiss খেতে হল।এতো সুন্দর দুটা গাল থাকতে আমাকে কেন।?

ছেলেঃ ও তাই বুঝি।?

মেয়েঃ হুম তাই, আরো বলেছে।?

ছেলেঃ আর কি বলেছে।?

মেয়েঃ বলেছে, না গো বলা যাবে না লজ্জা লাগে, দেখনা লজ্জায় আমি! না না আমার হাত লাল হয়ে গেলো।?

ছেলেঃ  এবার মেয়েটার গালে একটা kiss দিলো আর বলল এবার তোমার গাল কি বলে।?

মেয়েঃ  গাল বলতেছে তোমার bf এর বুঝি এই গালটাই ভালো লাগল তবে বাকি ঐ গালটা কি করেছে।??

ছেলেঃ ও আচ্ছা তবে দাড়াও বলে বাকি গালটায় একটা kiss খেলো।?

মেয়েঃ এভাবে একটু একটু করে সবটুকু ভালোবাসা আদায় করে নিলো, আর যখন ছেলেটা বলল এবার রিটান করো।তখন মেয়েটা বলল……??

মেয়েঃ শুনো না দেখনা কয়টা বাজে বাসায় ফিরতে হবে তো, নতুবা মা বকা দিবে।??

ছেলেঃ নিজের সবটুকু বুঝে নিয়ে এখন বলছ বাসায় ফিরতে দেড়ি হয়ে যাবে। বাহ রে বাহ লোকে যে বলে মেয়েরা স্বার্থপর ঠিকেই বলে।??

মেয়েঃ তাই বুঝি।?

ছেলেঃ একটু অভিমানের শুরে বলল নয়ত কি তোমার ভালোবাসা করায় গন্ডায় বুঝে নিয়ে এখন আমার বেলায় বাহানা।??

মেয়েঃ হুম।তবে এবার আমি গেলাম।?

ছেলেঃ যাও মানা করেছে কে।বলে চুপ করে গাল ফুলিয়ে বসে রইল।??

মেয়েঃ আমি গেলাম কিন্তু??

ছেলেঃ কোন কথা বলল না।মাথা নিচু করে বসে রইল।?

মেয়েঃ কিছু দূর গিয়ে ফিরে এসে ছেলেটার গালে একটা kiss দিল আর বলল আমার পাগলটাকে কি আমি কষ্টে রেখে যেতে পারি নাকি।????

ছেলেঃ থাক লাগবে না আর আদর করা, যাও যাও তুমি চলেই যাও।??

মেয়েঃ আমার দিকে তাকাও।??

ছেলেঃ না।?

মেয়েঃ মুখটা তুলো তো দেখি নতুন জামাই।??

ছেলেঃ এবার মুচকি হাসল আর বলল কার জামাই আমি।??

মেয়েঃ কার আবার তোমার সামনে যে পাগলিটা দাড়িয়ে আছে তার।??

ছেলেঃ হি হি হি।??

মেয়েঃ হা হা হা I love u আমার পাগল।????

ছেলেঃ love u to পাগলি।??

(ভালোবাসা বুঝি এমনেই হয়)??

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url