আল্লাহর পরিচয়

আল্লাহর পরিচয় জানতে চান ?
পৃথিবীতে আল্লাহর এতো রহমত দেখেও কি তার পরিচয় উপলব্ধি করতে পাছেন না। এই পৃথিবীতে আলো-বাতাস, চন্দ্র- সূর্য , দেখেও কি উপলব্ধি করতে পারছেন না । তাহলে কিছু পশু পাখি দিয়ে উদাহারন দেই। মুরগি যখুন ডিম নিয়ে (বাতে বসে) বাচ্চা ফুটানোর জন্য বসে ২১ দিন ধরে ডিমে তা দেয় কেন ? কার ইচ্ছায় বা কার ইশারায় । আর মুরগির বাচ্চা ফুটার সময় মুরগি ঠোট দিয়ে ডিমের উপর ঠোকর দিয়ে বাচ্চা বের হতে সাহায্যে করে। কিন্তু একবারও ভেবে দেখেছেন যে মুরগি কখুনো নষ্ট ডিমে ঠোকর দিয়েছে? তাহলে মুরগি কিভাবে বুঝলো যে ঔটা নষ্ট ডিম? আচ্ছা বাদ দিন না এটা ধরুন মুরগির বাচ্চা যখুন ছোট তখুন যদি চিল বা বাজ পাখি বাচ্চা ধরতে আসে তখুন মুরগি একটা শব্দ করে আর বাচ্চা গুলো মুরগির পাখার নিচে আশ্রয় নেয় এটা কোন একাডেমি থেকে ট্রেনিং নেয়া বলবেন ? এসব কিছুই একমাত্র আল্লাহর নির্দেশেই হয় ।

মানুষ দেখতে পাই খালার সাথে ফুফুর সাথে জেনা করে এমনকি বিয়েও নাকি করে আমাদের বাংলাদেশেও আছে
আল্লাহ্ তাঅালা বলেছেন তোমরা শিক্ষা নাও উট এর কাছ থেকে দেখবে উট কখুনো যেখানে সেখানে যৌন মিলন করে না এরা বেশিরভাগ সময় অন্ধকারে যৌন মিলন করে  এদের আরো বইশিষ্ট আছে ....যেমন এরা কখুনো নিজের মা -বোন বা ফুফু -খালার সাথে যৌন মিলন করে না ....এর পরও কি আল্লাহর পরিচয় দরকার আছে ?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url