বর্তমানযুগের ভালোবাসার অবস্থা
ছেলে: জান, চলো আজ একটু পার্কে দেখা করি!
মেয়ে: আজ তো সময় নেই,
কাল আসি!
ছেলে: তুমি আমাকে ভালোবাসো না?
মেয়ে: ভালোবাসি তো জান!
ছেলে: তাহলে আজ দেখা করবা।
মেয়ে: নিরুপায়!
ঠিক আছে,
ছেলে: চলো, ঐ দিকটায় বসি!
মেয়ে: কেন, এইখানে বসি।
ছেলে: আমার পরিচিত লোক আছে
মেয়ে: ঠিক আছে
ছেলে: আমাকে কতটা ভালোবাসো?
মেয়ে: অনেক বেশি
ছেলে: তার প্রমান কি?
মেয়ে: যা চাও পাবে–
ছেলে: আমরা তো বিয়ে করবো
মেয়ে: হ্যাঁ-কেন?
ছেলে: তাহলে তোমাকে একটু আদর করি!
মেয়ে: না -জান
ছেলে:দেখছো তুমি আমাকে ভালোবাসো না!
মেয়ে: (কি করবে বুঝে না) ঠিক আছে জান
ছেলে: আদরের নামে নষ্টামি করলো
ছেলে:জান আমার বন্ধুর বাসা খালি
মেয়ে: কি হয়েছে
ছেলে: চলো- তোমাকে আদর করতে মন চাইছে
মেয়ে: বাসায় আম্মু রাগ করবে বের হলে
ছেলে: বলো প্রাইভেট আছে!
মেয়ে: চলে আসলো
(চাষীর ফ্লাটে)
ঐ দিকে ছেলের ক্যামেরা ফিটিং শেষ–
ছেলে: কাছে আসো
মেয়ে: ঠিক আছে
দুজনের মিলন রেকডিং হয়ে গেলো মেয়ে জানতে
ও পারলো না
ছেলে:জান, চলে আসো চাষীর ফ্লাটে-পার্কে
কোথাও
মেয়ে: বারবার পারবো না
ছেলে: তোমার Video internet এ দিয়ে দিবো
শুরু হলো Blackmail
মেয়ে সমাজ থেকে বাঁচতে বারবার প্রেমিক
নামক ঘাতকের হাতে বারবার করছে
মেয়ে: আমি মা হতে চলেছি
ছেলে: তোমার নষ্টামির বাচ্চার বাবা কে হবে?
কয়জনের সাথে রাত কাঁটাইছো?
মেয়ে: কি বলছো!
কান্না ভেঙ্গে পড়ে
এভরশান করলো- ৩-৪ মাসের সন্তানকে
মা কোন ডাস্টবিন ফেলে দিলো……
রাস্তার কুকুর ছোট্ট ব্রুণ/সন্তানকে কাঁমড়ে খেলো…
এর নাম ভালোবাসা?
না বোন এর নাম ধোকা
সব ছেলে এক নয়
কিন্তু যে ছেলে এমন প্রস্তাব করে
সে তোমার যোগ্য নয়
শয়তান গুলো তোমাকে ব্যবহার করবে,
ভালোবাসার মূল্য দিবে না,
সময় থাকতে সাবধান বোন!!!
অামি ভালোবাসাকে অসম্মান করছিনা। ধিক্কার
জানাই ঐ সব মানুষকে
যারা ভালোবাসার নামে নোংরামি করে।
ভালোবাসা হোক পবিত্র দুটি মনের বেঁচে থাকার আগামির স্বপ্ন।
ভালোবাসা হোক সুখের চাবি
যেখানে থাকবে সুখের স্বপ্নিল।।
এই হল ডিজিটাল ভালবাসা…
বি: দ্র:- আমার এই পোস্টটি পরে
যদি কারো খারাপ লাগে,
তাতে আমার কিছু করার নেই
আমি পোষ্ট টা করছি যাতে কোন বোন তার
ভালোবাসার জন্য অন্যায় আবদার না মানে।
ভাল লাগ্লে শেয়ার করে আপনাদের বন্ধুদের সাবধান করে দিন। পড়ার জন্য ধন্নবাদ
No comments
info.kroyhouse24@gmail.com