ঘুম চুরি | Tamanna Chitro

এই শীতের দুপুরেও আমার ভীষণ ঘুম পায়
কিন্তু মনটা কেন আবার এদিক ওদিক রাজ্যের
জায়গায় যাবার জন্য ব্যাকুল হয়!
মনকে কষে ধমক লাগাই
না না না মনকে নয়..যেই আমি ঘুমাতে চায়
এত্ত বিষন্ন সুন্দর রেখে,ওকেই ধমক দেব

দেখেছিস তো? ছোট্ট সাদা সন্ধ্যামালতীটা
কাল কেমন বোকার মতো সকাল থেকে
সারাটা দিন দু'চোখ মেলে চেয়েছিল।
কিন্তু ওর তো ঘুমিয়ে পরার কথা ছিল ভোর বেলাতেই
তবুও অবাক শীতের দিনটা উপভোগ করবে বলে
নিয়ম ভেঙেই দু'চোখ টেনে ঘুমকে তাড়িয়েছিল!

এই মেয়ে তোমার কেন এত ঘুম?
কিছু কিছু ঘুম না হয় চুরি হয়ে যাক
এই অবাক শীতের ধূসরতায়
তুমি জেগে থাক,অলস দুপুরের ঠাণ্ডা মায়ায়।
তোমার ছায়া পড়ুক, তুমি হেঁটে বেড়াও
কোন এক সুরমা রঙা ইটের রাস্তায়..

ঘুম চুরি
১৩/১/১৮

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url