অষ্টম শ্রেনীর ছাত্রী নুসরাত..

অষ্টম শ্রেনীর ছাত্রী নুসরাত...বয়স পনেরোর
কোঠায়
বয়সের তুলনায় শারিরিক গঠন বেশ লম্বা।
গোলগাল মিষ্টি চেহেরা।
বাড়ন্ত শরীরে উঠতি যৌবন
বোরকা পড়তো সে, কিন্তু স্কুল টিচারদের
পিড়াপিড়িতে নুসরাত এক পর্যায়ে
বোরকা ছাড়াই স্কুলে যেতে বাধ্য হয়। স্কুলে
যাওয়া আসার পথে বখাটে ছেলেরা তার
দিকে লোলুপ দৃষ্টিতে থাকিয়ে থাকত।
কয়েকটা ছেলে
তাকে প্রেমের প্রস্তাবও দিয়ে বসে। সে
কাউকে কিছু না বলে চুপ করে থাকতো।
বাবা-মা বিষয়টি বুঝতে পেরে তার বিয়ের
ব্যবস্তা করেন।
কিন্তু বাল্য বিয়ের অযুহাতে তার বিয়ে
আটকে দেয় স্থানীয় এনজিও কর্মী,ও স্কুল
শিক্ষক।
একদিন স্কুল থেকে ফেরার পথে তিনটি
বখাটে ছেলের হাতে অপহৃত হয় নুসরাত।
এই তিন জনের দারা
নিজের মূল্যবান সম্পদ হারিয়ে ফেলে
সে।
গ্রাম্য শালিশে ছেলেদের ফাইন হয় ষাট
হাজার টাকা।লজ্জা,অপমানে স্কুলে যাওয়া
বন্ধ হয় নুসরাতের।
বিয়ের জন্য বরপক্ষ আসলে এসব কথা শুনে ফিরে
যায়,তার বিয়ে আর হয়না। একদিন আত্বহত্যার
চেষ্টা করেও পারিবারিক বিচক্ষনতায়
আল্লাহর রহমতে বেচে যায় নুসরাত।
তবে জীবনটা দুর্বিসহ হয়ে উঠে তার।
নুসরাতের এমন জীবনের জন্য আসলে কে দায়ী?
>
[1] তার রুপ যৌবন...........................???
[2] বখাটে ছেলেরা.............................???
[3] সমাজ,আইন...............................???
[4] NGO কর্মী ও স্কুলশিক্ষক................???
[5] পর্দার অভাব.................................???
[6] ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকায়..........???

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url