ছেলে VS মেয়ে পোপোজের সময় ভাবনা
একটা ছেলে যখন একটা মেয়েকে
প্রপোজ
করে, তখন মেয়েটা বাড়ি গিয়ে
আয়না সামনে নিয়ে সারাদিন বসে থাকে। আর সে নিজেই নিজে তার রূপের প্রসংসা করে এবং অহংকারী হাসি
দেয়। তখন সে আরো বেশী বেশী আটা
ময়দা গম মাখে। যেনো ছেলেরা বেশি
বেশি প্রপোজ করে তাকে।
:
অন্যদিকে
:
একটা মেয়ে যখন একটা ছেলেকে
প্রপোজ
করে, তখন ছেলেটা নিরবে বসে বসে
ভাবে
যে, তার মধ্যে কী আছে।। কী দেখে
মেয়েটা তাকে প্রপোজ করলো। সে
তখন
তার ভিতরে থাকা খারাপ
দিকগুলো ত্যাগ করে
ভালো হয়ে যাওয়া চেষ্টা করে।।।।
এটাই হলো!! একটা ছেলে………………….
আর একটা মেয়ের মধ্যে পার্থক্য।
No comments