নিঃপাপ দুটি মনের প্রেম | গুচ্ছ-৫ | লেখকঃ (নিস্বার্থ প্রেমী)
অঝোড়ে বাইরে বৃষ্টি হচ্ছে, প্রকৃতির উজ্জল্যতা দৃষ্টি নন্দন দেখাচ্ছে,জলের
বিন্দু বিন্দু কনা গাছের পাতা বেয়ে গড়িয়ে পড়ছে,শীতল হাওয়া বয়ে যাচ্ছে
চারপাশে, জানালার ধারে থেকে সবই দেখা যাচ্ছে বেশ ভালভাবে,বেলকনিতে ইজি
চেয়ার ঠেলে হাতে এককাপ কফি নিয়ে বসে পড়ল মিম,একহাতে কেশরাশী ঠিক করছে আর
আনমনে বৃষ্টির টুপ টাপ খেলা দেখছে,,,,
এমন দিনে কারই না ভালো লাগে এই বৃষ্টিরর টুপ টাপ খেলা দেখতে,,, হাতের কফির প্রথম চুমুকটা দিয়ে গভীর স্মৃতির খেয়ালে,,,,
রনি- মিম মিম!!! কোথায় তুমি??? মিম???
মিম- কি হলো তোমার??? এত চেচাচ্ছ কেন???রান্না ঘরে আছি তো!!!
(হস্ত দস্ত হয়ে ব্যাগটা ফ্লোরে ছুড়ে দিয়ে পেছন থেকে জাপটে ধরলো মিমিকে)
– এই এই কি করছ তুমি???
(উমমমমমম আরো শক্ত করে কোমরটা জড়িয়ে ধরে ঘাড়ে নিজের থুতনিটা রেখে)
– প্রেম করছি!!!
– ছাড়! ছাড় বলছি, দেখছ না রান্না করছি!!! এভাবে বিরক্ত করলে রান্না করবো
কিভাবে???আর মানুষে দেখলে কি ভাববে??? বাসায় আব্বু আম্মু দেখতে পাবে তো কি
ভাববে তারা???
– আমার বউকে আমি আদর করবো তাতে কার কি??? আমার বিয়ে করা বউ যখন ইচ্ছা যা ইচ্ছা করবো তাতে লোকের কি???
– উমমমমমম আসছে সাহেন শাহ্ প্রেম করতে!!! ছাড় এখন এতো ঢং দেখাতে হবে না রান্না টা ভালো করে করতে দাও!!!
– শোনো না!!!
– কি শুনছি তো!!!
– বলি – দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে গো!!!
-তো!!!
– তো কি??? চলো বেলকুনিতে যাই!!!
– না এত প্রেম দেখাচ্ছ মানে??? কি ব্যাপার আজ কি হলো তোমার???
– শোনো না দুকাপ কফি বানাও ঝটপট আমি ফ্রেস হয়ে আসি!!!
– হুম তো এখন ছাড় আমাকে অনেক হলো!!!
– ছাড়তে ইচ্ছা করছে না গো!!!
– ছাড়বে নাকি গরম চামচের ছ্যাক দিব???
– তোমার দেহের উষ্ণতা বেশি ছ্যাকা দিচ্ছে গো!!!
– না এই পাগলটারে নিয়ে আর পারা গেল না তো!!! যাও ফ্রেস হয়ে এসো যাও না!!!
– যাচ্ছি ম্যাডাম যাচ্ছি,,, এতো তাড়া কেন???
ফ্রেস হয়ে এসে দাড়ালো দরজায় যেন বউকে না gf কে দেখছে লুকিয়ে লুকিয়ে!!!
কোমরে আচলের পাড়া টেনে বাধা,চুল গুলো সুন্দর করে বেনি করে বাধা,একটু করে
এটা নিচ্ছে তো ওটা নিচ্ছে, মাঝে মাঝে কপালের ঘাম মুছছে উফফফফফফ ব্যাস্ততা
কাকে বলে তা ওকে না দেখে বোঝাই যায় না!!!
দুর থেকে ইচ্ছা করছে ওকে ছুয়ে
দিতে,আদর করতে ইচ্ছা করছে, কেন জানি আজ ওকে সুন্দর লাগছে বাইরে রিমঝিম
বৃষ্টি আর ঘরে মিষ্টি বউ আর কি থাকা যায় দূরে সরে!!!কাছে গিয়ে আবার পেছন
থেকে জড়িয়ে ধরলো জাপটে মিম কে!!!
– তোমার কি হয়েছে গো???
এত প্রেম দেখাচ্ছ কেন আজ হুমমমম????
– কফি কই???
– এই তো বানানো শেষ!!
– বলা শেষ হতে না হতেই মিমকে কোলে তুলে নিয়ে সোজা বেলকনিতে,,,
– এই রনি কি করছ??? রান্না চড়িয়ে রেখেছি পুড়ে যাবে তো???
– আজ তোমার কোনো কথা শুনব না, কোনো কথা বলতেও পারবে না,আজ তোমার রান্না
বান্না, সব কাজের ছুটি!!! আজ বৃষ্টির এই দিনে কাছা কাছি খুব কাছা কাছি রব
তুমিমি আর আমি!!!
– আচ্ছা তো বাবা মা দেখে ফেলে যদি???
– পাবে না গো প্রিয়া নিশ্চিত থাক তুমি!!!
-কেন কি ভাবে দিতে পারর তার গ্যারান্টি???
– আব্বু আম্মু দুজনেই আছে ঘুমিয়ে শুধু জেগে আছি তুমি আর আমি!!!
-হয়েছে হয়েছে কবিতা আবৃতি বন্ধ করতো!!!
– দাড়াও কফিটা নিয়ে আসি!!!
– রান্নাটা???
– বললাম না আজ কোনো কাজ নেই তোমার ছুটি!!!
(কফি এনে দুজনে পাশাপাশি ইজি চেয়ারে বসে ভবিষ্যত পরিকল্পনা আর দুষ্টু
মিষ্টি কথার ছাপি করছে!!! এমন সময় বিদ্যৎ চমকালো ভীষণ আর বাংলা সিনেমার মত
নায়ককে জড়িয়ে ধরে কোলে বসে রইল নায়িকা!!!
বাকি টুকু ব্যাক্তিগত না জানলেও চলবে আপনাদের!!! বুকে মাথা রেখে মিম রনিকে বলছে—
– আমাকে এত কেন ভালবাস তুমি???
– কারণ তুমি আমার ৭ জীবনের বউ!!!
– যদি কখনও হারিয়ে যাই???
– কোনো দিন হারাতেই দেব না তোমায়!!! বেধে রাখবো এমনি করে আমার ভালবাসায়,,,,
– বড় ভয় হয় গো এত ভালবাসা নাকি সবার সহ্য হয় না,,, লোকে বলে,,,
– আমি বলি ভয় কিসের যখন তুমি ভালবাস আমাকে আর আমি তোমাকে তার চেয়েও বেশি!!!
– আই লাভ ইউ রনি!!!
– আমি জানি গো পাগলি!!
– কি???
– আই লাভ ইউ মিম,,,
.
হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলো চেতনা ফিরে পেল মিম,,, এতক্ষণ তো সে স্মৃতির
খেয়ালে ছিল হাতের কফি ঠান্ডা হয়ে গেছে যা প্রমাণ দিল অনেকটা সময় হারিয়ে ছিল
এতক্ষণ তার!!!
আবার মনে পড়ল সেই ভয়ংকর রাতের কথা যে রাতে রনির ফেরার
কথা ছিল আর ফেরে নি সে হাসপাতালে নিজের সন্তানের মুখটা দেখতে পেল না রনি,,,
কি দরকার ছিল রাতে এত দ্রুত বাইক চালিয়ে আসার কেন!!! কেন!!! কেন!!!
এই বৃষ্টির সময় তাকে খুব কাদায় যখন রনি তাকে জড়িয়ে ধরে রাখত এখন আর হয় না,,,
( একটু পর ৩ বছরের ছেলে কাছে এসে বলল)
-আম্মু কি কর এখানে তুমি???
– কোলে তুলে নিয়ে কিছু না বাবা বৃষ্টি দেখি!!!
মুখ লুকিয়ে চোখের দুটো জল কণা মুছে ফেলে ছেলেকে নিয়ে ভবিষ্যৎ কল্পনা আর
স্মৃতি বিজড়িত ভাবনা বৃষ্টির ফোটার মত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগল,,,,
“”””””””””””””””সমাপ্ত”””””””””””””””
খারাপ লাগে যখন কেউ পড়ে কেমন হল কিছু জানান না,,,
আপনার কষ্ট হলে সংক্ষেপে লিখু্ NC,gd
যা আমাকে নতুন গল্প লিখতে অনুপ্রেরণা জোগাবে,,,,,
সবাই ভাল থাকবেন!!!
No comments
info.kroyhouse24@gmail.com