বিয়ের পরে প্রেম | .লেখক: আকাশ আহম্মেদ | তৃতীয় পর্ব

সকাল সকাল যা শুরু করলো পাগলিটা.....বা বা এতো বড় কিস কেউ কাউকে করে আরেকটু হলে ই তো দম বন্ধ হয়ে গেছিলো...তবে অনেক সুন্দর সকাল দিয়ে বিয়ের পরের দিন টা শুরু করলাম.....এমন জানলে কত আগেই না বিয়েটা করতাম আহ কি আনন্দ .....
সকাল সকাল আদনানের ফোন আসলো.....
আমি:কি রে শালা কেমন আছিস....?
আদনান:এইতো দুলাভাই ভালোই আছি....তুই কেমন আছিস রে....আর আমার বোনটার কেমন আছে....??
আমি: আলহামদুলিল্লাহ শালা বাবু আমরা দুজন খুব ভালো আছি.....আর তোর বোন আমার যা শাসন করতেছে এখন থেকে মনে হয় না বেশি দিন ভালো থাকতে দেবে....
আদনান:হা হা হা ও এমনই অনেক দুষ্টু রে একটু দেখে রাখিস ...জানিস তো আমার একমাএ বোন .....
আমি:আরে পাগল তুই চিন্তা করিস না আমি তো আছি তাই না ....
আদনান:হুম এজন্য তো আমার কোন টেনসেন করতে হয় না কারন আমি তো আমার কলিজা কে আমার হার্টের সাথে জোড়া লাগিয়েছি.....
আমি:হুম একদম চিন্তা করবি না আমরা দুজন খুব ভালো আছি......আচ্ছা বাসার সবাই কেমন আছে রে...?
আদনান: আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে.....আর শুন বাড়িতে সব ঠিক আছে তো.....?
আমি:হা হা হা বাড়িতে সব ঠিকই আছে....তুই তো জানিস মা অনেক দিন ধরে বিয়ে করার জন্য অনেক চাপ দিয়েছে ...আর বিয়ে করায় মা ও অনেক খুশি....
আদনান:আচ্ছা ঠিক আছে কিন্তু বাবা মা বলেছে আজকে বিকালে তোদের আমাদের বাসায় আসতে .....সিমরান কে দেখতে নাকি তাদের খুব ইচ্ছে করতেছে‌‌‌‌.....
আমি :আচ্ছা ঠিক আছে আসবো নি সমস্যা নাই ..চিন্তা করিস না....
www.jobcareer24.com

আদনান:আচ্ছা ঠিক আছে রে এখন তবে রাখি....
আমি:আচ্ছা ঠিক আছে.....
আদনানের সাথে কথা শেষ করলাম..... সিমরান আমার কাছে আসলো.....
সিমরান:কি গো কি করতেছো.....?
আমি:এইতো আদনানের সাথে কথা বললাম....
সিমরান:ভাইয়ার সাথে কথা বললা আর আমাকে একটু জানালে ও না হুহ ..... তোমার সাথে কথা নাই.....মন চায় একদম গুম করে দিই.....হুহ
সিমরান রাগ করে খাটের উপর বসে আছে.....কি যে করি কেনো বললাম আমরা দুই বন্ধু কথা বললাম মাঝখানে বউ অভিমান করে বসলো....না কিছু করে তো অভিমান ভাঙ্গাতে হবে....... আমি সিমরানের পাশে গিয়ে বসলাম....
আমি:সিমরানের হাত ধরে....শুনো না একটা কথা বলবো....
সিমরান:কোন কথা নাই আমাকে ধরবা না আর সরো এখান থেকে .....
আমি:ম্যাডাম তো রাগে ফায়ার.....কি যে করি.....সোনা শুনো না আমরা না আজকে সন্ধ্যায় তোমাদের বাসায় যাবো.....
সিমরান:মুচকি হাসি দিয়ে ‌‌‌.....সত্যিইইই গুলুগুলু বাবু আমার .....
আমি: হইছে আর আলগা ফিরিতি দেখাতে হবে না.....
সিমরান:আমার শার্টের কলার চেপে ধরে😠😠😠কিইইই😠😠আমি আলগা ফিরিতি দেখাই.....
আমি:এই না না আমি তা বলতে চাই নি.....
সিমরান:বলেছো তো.....
আমি:আউউউউউউউউ.....
সিমরান:হি হি হি হি হি
আমার কানে একটা কামড় দিয়ে চলে গেলো..ইসসস লাল হয়ে গেছে....কি যে করে পাগলিটা......
দুপুর বেলা সবাই মিলে খেতে বসলাম......
আমি:আম্মু সিমরানের আব্বু বলেছিলো আজকে সন্ধ্যায় একবার তাদের বাসায় যেতে....
আম্মু: হুম ঠিক আছে সিমরান কে নিয়ে ঘুরে আয় কিন্তু কালকে বিকালের মধ্যেই ফিরে আসবি..... আমি আমার মেয়েটাকে খুব মিস করবো.......
আমি:আচ্ছা ঠিক আছে..........
দুপুরে খেয়ে আমার আর হুস নেই .....আচ্ছা মতো ঘুম দিলাম........বিকালে ঘুম ভাংলো পাগলিটার ডাকে.....
সিমরান:এই উঠুন সন্ধ্যা হয়ে আসতেছে আমরা যাবো কখন....??
আমি: আরেকটু ঘুমাই না বাবু......
সিমরান:না আর একটু ও ঘুমানো চলবে না .......আমার হাত ধরে টেনে উঠালো......
ঘুম থেকে উঠে পাগলিটার দিকে তাকিয়ে আমি তো পুরাই হা....হাসি যেনো থামাতেই পারছি না.... সেজেগুজে সে তো রেড়ি.....মনে হয় সারা বাংলাদেশ মুখের মধ্যে ঢলে নিয়েছে.......শাড়ী পরেছে নাকি বিছানার চাঁদর দিয়ে নিজেকে মুড়িয়েছে বুঝতেই পারছি না ....হি হি হি হি হি
সিমরান:অই অই তুমি এভাবে হাসতেছো কেনো....
আমি:না এমনি হি হি হি
সিমরান:আবার হাসে......আচ্ছা শাড়িটা আমাকে মানিয়েছে তো.........প্রথম পরলাম জানিনা কিভাবে পরতে হয়........কালকে তো বান্ধবিরা পরিয়ে দিয়েছে.....
আমি:এজন্যই তো এতক্ষন হাসলাম ....এতো বড় মেয়ে এখনো শাড়ি পরতে পারো না......
সিমরান:একদম হাসবেন না আমি বিয়ের আগে কখনো শাড়ি পরার চেষ্টা ও করিনি......
আমি:যদিও শাড়ী পরা টা ঠিক হয়নি তবুও কিন্তু সেই লাগতেছে.....
সিমরান:সত্যি থাংকু গুলুগুলু....
আমি:এদিকে আসো.......

http://weeklychakri.com
সিমরান:কেনো ........?
আমি: তোমাকে ঠিক করে শাড়ি পরিয়ে দিই......
সিমরান:ইসসসস আমি মায়ের কাছে থেকে পরে আসবো.....এই নিন ব্রাশ টাওয়াল...... তারাতারি ফ্রেস হয়ে রেড়ি হয়ে নিন.......
আমি:যথা আজ্ঞা .....
ফ্রেস হয়ে রেড়ি হয়ে নিলাম আর ......আর আমার পাগলিটা আবার ময়দা নিয়ে বসেছে........
কি যে করি এই ঢংগিটারে নিয়া ... অবশেষে দুজনে রওনা দিলাম.......বাজারে আসার পর ....
সিমরান:এইই শুনুন আমার খুব ক্ষুধা লেগেছে.....
আমি:আচ্ছা চলো কিছু খেয়ে নিবা.......
সিমরান:না আমি কিছু খাবো না......ফুসকা খাবো......
আমি:এখন ....
সিমরান: হুম এখনই খাবো........আর চলুন‌.......
পাগলিটা ফুসকা খাচ্ছে আর আমি বসে বসে মুড়ি খাচ্ছি......
30মিনিট পর শুশুর বাড়িতে আসলাম........বাসায় কলিং বেল বাজাতেই আমার শাশুড়ি মা দরজা খুললো ...
আমি: আসসালামু আলাইকুম......
শাশুড়ি মা: ওয়ালাইকুম আসসালাম....কেমন আছো বাবা ......আসো ভেতরে আসো........
দুজনে ভেতরে প্রবেশ করলাম.......সিমরান সবাইকে নিয়ে ব্যাস্ত হয়ে গেলো আর আমি ওর রুমে চুপচাপ বসে আছি......জানিনা আমার শালাটা কোথায় গেলো..... একটু পর আন্টিকে দেখে বললাম ...
আমি:আন্টি আদনান কোথায় ওকে তো দেখতেছি না.....
আন্টি :ও তো একটু বাজারে গেছে বাবা এক্ষুনি চলে আসবে .......
আমি: ঠিক আছে....
একটু পর আমার পাগলিটা রুমে আসলো..... আমি সিমরান কে টেনে বুকে জড়িয়ে নিলাম...........
সিমরান:এইইইই কি করছো ছাড়ো কেউ দেখবে তো...
আমি:আগে বলো আমাকে একা রেখে কোথায় চলে গেলে হুম.......
সিমরান:পাগল একটা আমি কাজিনদের কাছে গেছিলাম......কিন্তু কি ব্যাপার মিষ্টার বউকে মনে হয় চোখে হারাচ্ছেন.........
আমি: হুম তোমাকে ছাড়া একা একা ভালো লাগতেছে না...
সিমরান:তাই বুঝি এবার তো ছাড়ুন..
আমি:আগে একটা পাপ্পি দাও তারপর ছাড়বো....
সিমরান:কিইইই এখানে এখন কেউ দেখে ফেলবে এখন ছাড়ুন পরে দেবো...
আমি:না এখন দাও....
আন্টি: সিমরান...... একটু এদিকে আয় তো মা.....
সিমরান:হ মা আসতাছি......এবার তো ছাড়ুন মা ডাকতেছে...
আমি:কোন ছাড়া ছাড়ি নাই....
সিমরান😘😘😘😘😘 ...হইছে এখন গেলাম..
.
.
.
চলবে .......

.
পরবর্তী পর্ব আসতেছে..........
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url