বন্ধুত্ব থেকে ভালোবাসা|শেষ পর্ব

আড্ডা শেষ করে বাসায় ফিরলাম ভাবতে নীলা তোকে কতটা ভালোবাসি তা তুই বুঝলি না …….সকালে কলেজে গেলাম রোজ কলেজে গেলে প্রথমে নীলার সাথে কথা বলি ওর সাথে পাশের বেন্ধে বসি…কিন্তু আজকে একা আমি বসে আছি এক কোনে যদি ও‌ কষ্ট হচ্ছে তবুও নিজেকে নীলার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে হচ্ছে …….ক্লাস শেষে বাসায় ফিরে আসলাম আজ সারাদিনে একবার ও নীলার সাথে কথা হয় নি…..বাসায় এসে বই‌ নিয়ে পড়তে বসেছি……পরদিন কলেজে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি সবার সাথে দুষ্টুমি করতেছি…….এর মাঝে একটা মেঘলা এসে উপস্থিত….মেঘলা আমার এক ক্লাস জুনিয়র আমাকে ভালোবাসে…কিন্তু আমি নীলা কে ভালোবাসি তাই মেঘলা সব সময় এড়িয়ে চলতাম…..মেঘলা:কেমন আছো মেঘ….. এইতো ভালো তুমি কেমন আছো….মেঘা:ভালো….মেঘ:আচ্ছা চলো ঐদিকে একটু বসি…..মেঘার সাথে হেসে হেসে কথা বলছিলাম আর নীলা দূর থেকে তা দেখতে পেয়ে ছিলো…….পরদিন কলেজে গিয়ে মেঘলার সাথে বসে কথা বলছিলাম তখন নীলা এসে বললো মেঘ আমার সাথে একটু মার্কেটে যাবি কিছু কিনবো…… আমি:সরি নীলা আমি মেঘা কে নিয়ে একটু ঘুরতে যাবো……এই কথা বলে নীলার সামনে দিয়ে মেঘার হাত ধরে চলে গেলাম…..এভাবে নীলাক ইগনোর করতে লাগলাম…..এক সপ্তাহ পর আমি মেঘলার সাথে বসে পুসকা খাচ্ছিলাম আর তখন নীলা পিছন থেকে এসে আমার শার্টের কলার ধরে টেনে ক্যাম্পাসের এক কোনে নিয়ে গেলো…….আর কষে একটা থাপ্পর দিলো…..কেঁদে বলতে লাগলো আর কত কাঁদাবি আমাকে আমি আর পারছি না….. আমি তোকে খুব ভালোবাসি…..তোকে ছাড়া থাকতে পারবো না এই একাপ্তাহে আমি বুঝেছি……আমি: তবে সেদিন কেনো আমার সাথে এমন করছচ…..নীলা:জানিনা ….তবে আমি তোকে খুব ভালোবাসি…. আমি ও একটু মজা নেওয়ার জন্য বললাম মেঘ:সরি নীলা আমি মেঘাকে ভালোবাসি……আর তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না ……নীলার চোখ বেয়ে অশ্রুর বৃষ্টি ঝরতেছে আর ও চলে যাচ্ছিলো ঠিক তখনই ওর হাতটা ধরে বুকে টেনে নিলাম আর বললাম কোথায় যাচ্ছিস পাগলি তোকে খুব ভালোবাসি…..পাগলিটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে…..আচ্ছা নীলা …..নীলা: হুম বলো…. মেঘ:একটা পাপ্পি দিবা …..
নীলা:ইসসসস…..লজ্জায় পাগলিটা আমার বুকের মাঝে নিজেকে লুকিয়ে রেখেছে ……
.আর শুরু হলো আমাদের বন্ধুত্বের ভালোবাসা………..সব সময় অটুট থাকুক বন্ধুত্ব গুলো ভালোবাসা গুলো……..
………..সমাপ্ত.…..
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url