Breaking News

ভূল ফেক্সিলোড । পর্ব-২ | লেখিকা : SA Sidratul Srity

নিরা : চলতো পরে কল করে নিবি এখন দেরি হয়ে যাচ্ছে।
নিলা : আচ্ছা চল
সারাদিন ক্লাস করে বাসায় আসার সময়
নিলা : এই নিরা দারা ফেক্সিলোডটা।
নিরা : ওহ তাইতো । আচ্ছা কল দে
নিলা : হুম। আবার ফোন busy।
আল্লাহ মানুষের ফোন এতো busy কেনো?
দূর চলতো।
আম্মু : কিরে প্রাইভেট ছিলোনা আজ?
নিলা : আম্মু গতকাল exam শেষ হলো :-/
আম্মু : আচ্ছা ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি।
নিলা : হুম।
ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম ঘুম। ঘুম ভাংলো ফোনের রিংটোন এ।
তাকিয়ে দেখলাম ওই নাম্বার থেকে।
মেজাজটাই পুরা খারাপ হইয়া গেলো।
এবার বুঝবি মজা।
নিলা : আপনার সমস্যা কি হ্যা? সারাদিন ফোন busy এখন আমার ঘুমটা ভাংছেন।
নীল : আমার টাকা?
নিলা : আল্লাহ রশি ফালাও আমি ওইঠা যাই এই লোকতো টাকা ছাড়া কিছু বুঝেনা।
নীল : হ্যালো শুনতে পাচ্ছেন?
হ্যালো
হ্যালো
নিলা : আমাকে কি আপনার বয়রা মনেহয়? বলেন!
নীল : আমার টাকাটা?
নিলা : আপনার টাকা কি এই নাম্বারে পাঠাবো?
নীল : হ্যা। এইটাতে দিলেই হবে। নিলা : আচ্ছা দিবো।
নীল :দিবো মানে? কেনো দিতে ইচ্ছা করছেনা নাকি?
নাকি দিয়ে দিলে তো আর আমার সাথে কথা বলতে পারবেন না তাই দিচ্ছেন না?
নিলা : What?
নীল : এতো React করার কি আছে আপনাদের মতো মেয়েদের কে আমি ভালোভাবেই চিনি।
ছেলেদের কন্ঠ শুনলে আর রাখতে চাননা।
নিলা : Enough Mr. কতটা মেয়েকে চিনেন আপনি ? হ্যা?
আর একটা কথা মনে রাখবেন হাতের পাঁচ আজ্ঞুল সমান নয়।
আর কি বললেন? কন্ঠ?
আপনার এই কাকের কন্ঠ শুনে আমি বার বার কথা বলার জন্য টাকাটা দিচ্ছি না?
Wait কিছু সময়ের মধ্যে পেয়ে যাবেন। যত্তসব ফালতু Mind এর লোক। বলেই রেখে দিলো নিলা।
ভাবে কি নিজেকে হ্যা?
যেইনা কন্ঠ হুহ। এক্ষনি টাকাটা দিয়ে দিবো।
ফোন কেটে দেওয়ার পর হাসছে নীল। কিভাবেইই না কথা বললো মেয়েটা।
যদি স্বাভাবিক ভাবে কথা বলতো তাহলে একটু কথা বলেই রেখে দিতো কিন্তু তারতো সবসময় শুনতে ইচ্ছা করে তাই এইভাবে কথা বলা।
শুক্রবারে নীলের বোনের বিয়ে। হঠাৎ বিয়ে ঠিক হলো তাই দুরের আত্নীয়স্বজনদের ফোনে দাওয়াত দিয়েছে আজ সারাদিন।
তাই হয়তো busy পেয়েছে মেয়েটা।
আর দিদুনের কথা রাখতে এখন যাচ্ছে কুমিল্লা। দিদুনের ভাইপো পরিবার কে নাকি ঐখানে গিয়ে দাওয়াত দিতে হবে।
নিলা : আম্মু রবি কোথায়?
আম্মু : প্রাইভেট থেকে আসেনি এখনো।
নিলা : ওহ আচ্ছা। আম্মু আমি একটু বের হচ্ছি।
আম্মু : এই সন্ধ্যায় কেনো বের হবি শুনি?
নিলা : আম্মু একটু কাজ আছে।
আম্মু : নাহ এখন না।
নিলা : যাই না আম্মু। দশ মিনিট মাএ। তারপরেই চলে আসবো ।
আম্মু : তাহলে বাবাকে বল।
নিলা : আব্বু বাসায়? :'(
তাহলে আর যাওয়া হচ্ছেনা তারপর ও দেখি।
আব্বু আমি একটু বের হচ্ছি।
আব্বু : এই সন্ধ্যায় কোথাও বের হতে হবেনা।
নিলা : হায় আল্লাহ এখন কি করি? আব্বু আমার ফোনে রিচার্জ করতে হবে খুব দরকার।
আব্বু : আমি করে দিচ্ছি।
বলেই নিজের বিকাশ থেকে ২০০টাকা রিচার্জ করে দিলেন।
নিলা : আল্লাহ এতো টাকা দিয়া আমি কি করবো?
সকালে ২০০ আব্বু দিলো ২০০।
এখন কি করি???
দুররররররর

continue…………..

No comments

info.kroyhouse24@gmail.com