Breaking News

লিখবো কবিতা তোমায় নিয়ে, কল্পনায় নাকি বাস্তবে

লিখবো কবিতা তোমায় নিয়ে, কল্পনায় নাকি বাস্তবে।যাকে নিয়ে লিখবো কবিতা, ধরা পড়েছে সে অন্য জালে।
লিখবো কবিতা তোমায় নিয়ে আমার মনের মাধুরী দিয়ে।আমার কবিতার ভাষা হয়ে উঠবে তুমি।
তুমি তো অ্যান্জেল,পবিত্র তুমি,মায়াবী তুমি।ধরিত্রীর সব রূপ যেনো তোমার রূপে স্নিগ্ধ,তুমি অনন্যা।

চারদিকে নেমে এসেয়ছে আধার,গভীর রজনী।জানালা খোলা,শীতের হালকা হিম বাতাসে শরীর কিছটা শীতল।শীতল দেহ তখন তোমায় খুজে জড়িয় উষ্ণ হতে।
ঘুুুম আসে না,ঘুমহীন রাত,কাটে না সময়।
এমনি রাতে তুমি নেই পাশে,ক্লান্ত দেহখানির জাগ্রত নিশি তোমার অন্বষায়,কখন্ তুমি আসবে।
দেখিছি তোমায় বহুবার, দেখেছি তোমার ছবি।ভরে গেছে এ মন,মুগ্ধ আমি তোমার রূপে,যা ভেবেছি,তার চেয়েও বেশি কিছু।
দেখেছি তোমার বাম কপোলে কালো তিল যেনো শিল্পীর আকা কোনো ছবি।তাকিয়ে আছি,অপলোক দৃষ্টি,চোখ ফিরানো যায় না।
দেখেছি তোমার কপালের লাল টিপ,যেনো রত জবা ফুলের লাল রং।সকালের উদিত স্নিগ্ধ লাল সূর্যের মতোই।
দেখেছি তোমার ঠোট দুখানি, যেনো টসটসে কমলার পিস,ছুতে মন চায়।আরও কতো কী!
নিজের মতো করে, দুহাতে জড়ায়ে আদরে।
তোমার মাথার চুল দেখে আমি পাগল প্রায়।
যেনো তুমি নাটোরের বনলতা শেন।আমার ঘরহীন জীবনের রাণী হয়ে আসবে তুমি কখন?
ভুলতে পারি না,চলতে পারি না,সারাক্ষণ আমার ভাবনায় থাকো তুমি। অস্তিত্বে তুমি।স্বপ্নে তুমি ।

No comments

info.kroyhouse24@gmail.com