1st Love || প্রথম ভালোবাসা

নুপুর: মা আমি বাহির থেকে একটু আসছি

মা:কাল না তোর বিয়ে এখন কোথায় যাচ্ছিস

নুুপুর: don’t worry Maa, I’ll come soon…..just chill yaar

মা:তাড়াতাড়ি আসিস কিন্তু….

নুপুর:ok,mom. bye.
you’re the best mom in the world bye

একটা kiss দিয়ে চলে আসলাম
এবার একটু পরিচিত হওয়া যাক।আমি নুপুর। আর কাল আমার বিয়ে।তারপর ও আজ বের হতে হল। আমার বর sorry হবু বর এর জন্য তার কি important কথা আছে। আমার হবু বর নাম হল….

এই যে নুপুর এইদিকে।আসতে কি এতখন লাগে। ওহ sorry তোর তহ আবার makeup করতে এক ঘোনটা লাগে।এই কি বললি তুই। আমার makeup করতে এক ঘোনটা লাগাই
। অভির বাচ্চা তোর আজকে খবর আছে। দারা তুই আজকে মরসিস।১৫ তা বাজাবো তোর।

অভিঃ ভাইয়া বাচাও এই রাক্কুস্নি থেকে।

আমান: কি শুরু করলা তোমরা।

আমার একটা important কথা আছে একটু শুনবা।

নুপুরঃহম তাড়াতাড়ি বল। আমার আবার জলদি বাসায় যেতে হবে।

আমানঃsorry ,নুপুর।

নুপুরঃকানো

আমানঃকালকের বিয়েটা কি cancel করা যায় না। ছয় মাস এর জন্য।

অভিঃএসব তুই কি বলছিস ভাইয়া। মাথা কি ঠিক আছে তোর।

নুপুরঃ এখানে কি আমাকে ফাইযলামি করার জন্য ডাকছো নাকি।বিয়ের সব ঠিক এখন এসব কি বলছ। বিয়ে না করলে আগে বলতা।

আমানঃনুপুর plz আমাকে ভুল বুঝ না। আমি সত্যি তোমাকে অনেক ভালবাসি।

নুপুরঃতাইলে problem টা কথায়।

আমানঃআসলে……
চলবে……

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url