এটা যারা প্রেমে সফল হতে পারেনি তাদের জন্য পড়ার অনুরধ রইল
আপনি প্রেমে অসফল হয়েছেন?
খুবকষ্ট হয় আপনার?
মরে যেতে ইচ্ছে করে?
নেশা করেন?
লেখা পড়া ছেড়ে দিয়েছেন?
মন খারাপ করে থাকেন?
আপনি আপনার জীবনটা নিয়ে খুব বোরিং?
খুব হতাশাগ্রস্থ আপনি?
জীবনটিকে তিলে তিলে শেষ
করে দিচ্ছেন?
আপনার উত্তর যদি হ্যাঁ হয়,
তবে আপনাকে বলছি।
তুই ছেলেই হ আর মেয়েই
হ………..
থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো ।
কি পাইছিস কি?
জীবনটাকে দু টাকার নোট
ভেবেছিস?
তুই কি জানিস ,
তুই কতটা প্রিয় তোর বাবার কাছে?
তুই কি জানিস তুই তোর মায়ের
কাছে সাত রাজার ধন?
তুই কি জানিস একটি সন্তান জন্ম
হওয়ার জন্য, মাকে কতটা ব্যাথা সহ্য করতে হয়?
তুই কি জানিস তোর মা তোকে দশ
মাস, দশ দিন গর্ভে ধারণ করে রেখেছিলো?
কে না কে তোকে ছেড়ে গেছে,
তাতে তুই কষ্ট পাবি?
এত মূল্যবান একটা জীবন নষ্ট করবি?
কেনো তুই এত অবুঝ?
যে গেছে তো গেছে।
ও গেছে আরেকজন আসবে।
এত ভাবিস কেনো? তুই কি আর
লাইলী-মজনু শিরি-ফরহাদের যুগে জন্ম নিয়েছিস?
তুই ডিজিটাল যুগে এসে যদি এত
বোকামী করিস তবে রাগ তো হবেই আমার?
এই জামানায় প্রেমের শোকের আয়ু
বড় জোড় কয়েক সেকেন্ড।
এটা এই জামানায় বেঁচে থাকার মূল মন্ত্র।
আচ্ছা তুই যদি মরে যাস তবে যে
তোকে ছেড়ে গেছে সে তো দূর থেকে বলবে,
বাব্বা বেঁচে গেছি অল্পের জন্য।
আর যদি তুই বড় মানুষ হোস তবে, দেখবি
সে দূর থেকে আফসোস করে বলবে,
ইস কেনো যে ওকে ছেড়ে এলাম?
কিছু করে দেখাও বস!
No comments
info.kroyhouse24@gmail.com