Breaking News

পবিত্র ও সত্যি কারের ভালোবাসা

অদ্রিকা:আমার বিয়ে ঠিক হয়ে গেছে????

আমি: ওহ তাই না কি,,কবে??

অদ্রিকা:তুমি কি কখনো সিরিয়াস হবে না???

আমি: সিরিয়াস রী বলছি বিয়ে করে নেও….

অদ্রিকা:ওয়াট…..তুমি আমাকে বিয়ে করবে না??

আমি:sorry,,আমি পারবো না……

অদ্রিকা:তাহলে প্রেম করছিলে কেনো???

আমি: আবেগে……

অদ্রিকা:হ্যাঁ,, তো এখন কি???

আমি:ব্যস্তব এ আছি…….

অদ্রিকা:প্রেম করার সময় কথাই ছিলো তোমার বাস্তব??

আমি: ভেবে ছিলাম হইতো এত দিন কিছু হবে,,

অদ্রিকা:তাহলে হলো না কেনো??একটা কথা কান খুলে শুনে রাখো আমি কিন্তু তোমাকে ছাড়া আমি কাওকে বিয়ে করবো না.…

আমি: চিরো কুমারী থাকতে হবে তো তাহলে??

অদ্রিকা:দেখো আমার কিন্তু কান্না চলে আসছে,,প্লিজ এমন ভাবে বলো না

আমি: বাহ ভালো তো,,তাতে আমার কিছু যাই আছে না,,,

অদ্রিকা:সত্যি কি তোমার কিছু যাই আছে না??

আমি: না,,

অদ্রিকা:এই বিশ্বাস ঘাতক,,বিয়ে যখন করতে পারবি না তাহলে আমার লাইপ এ এসেছিলি কেনো???

আমি: আমি তোমার লাইপ এ যাইনি,,বরণ তুমি নিজে আমার লাইপ এসেছিলেন বুঝছো……

অদ্রিকা:তুই অনেক খারাপ,,লজ্জা করে না একটা মেয়ের সাথে প্রেম করে তাকে স্বপ্ন দেখিয়ে ,,এখন অন্য মেয়েকে বিয়ে করতে??

আমি: আমি বিয়েই করবো না,আর তাছাড়া দেখো,,আমি টিয়শনি করে চলতে হয়,, তারপরেও আমার দুই টা ছোট বোন আছে,,তাই এই সময়ে আমার পক্ষের বিয়ে করা সম্ভব নই,, তাছাড়াও তুমি মধ্যবিতদের কষ্ট টা তুমি বুজবে না,,,

অদ্রিকা:টা হলে কি আমার বাবা কি কোটি পটি না কি..

আমি: তুমি তো তোমার বাবার এক মাত্র কন্যা,, তোমার বাবা কোটি পটি নাহ হলেও আমার মতো অভাবের সংসারে থাকে বরো হয় ও নি….

অদ্রিকা:আমার লাইপএ সব থেকে বড় ভুল টা কি হয়েছে জানিস?? তোর সাথে রিলেশন করা,, তোর জীবনে কখনো সুখ আসবে না,, এই আমি বলে দিলাম( মেয়েটি কান্না করতে করতে চলে গেলো)

এই বলে আদ্রিকা চলে গেলো,,ওর সাথে আমার প্রয় তিন বছরের সম্পর্ক,,ওই বিয়ে ঠিক হয়ে গেছে,, এই মাসেই মধ্যে না কি ওই বিয়ে,,শুনেছি বর না কি অনেক সুন্দর,,তাছাড়া ভালো একটা চাকরিও করে,,ওই তুলনাই আমার কিছু নেই,,আসলে বাস্তব জীবন কখনো গল্পের মত হয় না,,ঠিক তার উল্টো হয়,,আজ যদি আমি ওকে আটকাতাম তাহলে হইতো জীবনের সব থেকে বড় ভুল টা করতাম,, আর না হলে সব থেকে ভালো কাজ টি করতাম,, আজ নিজেকে খুব একা লাগছে,, আদ্রিকা নিজ থেকে আমার লাইপএ এসেছিল,, প্রথম প্রথম আমি ওকে পাত্তা দিলাম না,, কারণ আমি জানতাম এটির পরিরাম খুব খারাপ হবে তাই,, আর তাই আজ হলো,, কিন্তু অবশেষ আমার ওর পাগলামিতে পড়তেই হলো,, অদ্রিকা সব সময় আমার কেয়ারিং করতো,, এইটা করবে না ঐটা করবে না,, বেশি রাত জাগবে না আরো কত কিছু,,এখন সবি অতিত চোঁখের সামনে সব কিছু যেনো ঝাপসা দেখাচ্ছে,,

দেখতে দেখতে চলে এলো আদ্রিকার বিয়ের দিন,,আজ অদ্রিকার বিয়ে,,এখন আমি ব্রিজের উপর বসে আছি,,এই ব্রিজে কাটানো স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে এক এক করে,, এমন সময় অদ্রিকার ফোন আসলো,,

অদ্রিকা: তুমি কথাই??

আমি: ব্রিজে

অদ্রিকা: তোমার সাথে কিছু কথা আছে,,

আমি: বলে ফেল,,

অদ্রিকা: তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে না??

আমি: না……

অদ্রিকা: তাহলে আমিও আর কাওকে বিয়ে করছি না,, কি বলতো তোমাকে নিয়ে এতো দিন এত সপ্ন দেখেছি যে,,তোমাকে ছাড়া আমি অন্য কাওকে বিয়ে করতে পারবো না,,আর এত আসা দিয়েছো আমাকে যে,, যেনো আমার না খুব কষ্ট হচ্ছে,,তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে,,আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে,,তার ছেয়ে ভালো হবে আমি এই পৃথিবী ছেরে চলে যাই,,( কাদতেঁ কাদতেঁ)

আমি:এই সিদ্ধান্ত নেওয়ার আগে কি একবারও ভেবেছো??

অদ্রিকা: এখানে ভাবভার কিছু নেই,,সত্যি তোমাকে খুব মিস করবো,,যেনো আমি না তোমাকে অনেক ভালোবাসি,,সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি গো( কাদতে কাদতে)

আমি: দেখো পাগলামি করো না,, কিছু দিন পরে সব ঠিক হয়ে যাবে,,

অদ্রিকা:কিছু ঠিক হবে না,,যেনো আমি না বর্তমানে মেয়েদের মত না,,ভালো থেকো….

এইটা বলে ফোন টা কেটে দিলো অদ্রিকা,, আমি জানি অদ্রিকা কিছু না কিছু করবে,, বড্ডো রাগি মেয়ে টা,,কিন্তু আমি এখন কি করবো,মাথাটা প্রচণ্ড খুরছে,,তাই ওখান থেকে উঠে বাড়ির দিকে যাচ্ছিলাম,,রাস্তা না থেকে পার হচ্ছিলাম এমন সময় একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে গেলাম,,যখন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে দেখলাম,,চারি দিকে আমার বন্ধ রা আর আমার মা বাবা বোন সময় আর পাশে দাড়িয়ে আছে,, আমি আকাশ কে বললাম অদ্রিকা কথাই……

আকাশ: হাসপাতালে…

আমি: হাসপাতালে কেনো??

আকাশ:কেনো আবার তুই জানিস না??

আমি: না…

আকাশ: কেনো আবার তোর উপর রাগ করে ঘুমের ট্যাবলেট খেয়েছে,,

আমি: দোস্ত আমি অদ্রিকাকে দেখবো??

আকাশ: অদ্রিকার এখনও জ্ঞান ফিরেনি নি

3 ঘণ্টা পরে অদ্রিকার জ্ঞান ফিরেছে,,আমি ওর পাশে বসে রয়েছি আমাকে দেখে ও অন্য দিকে মুখ ঘুরিয়ে বললো……..

অদ্রিকা: তুমি এখানে আসছো কেনক??

আমি: কাজ হয়নি তাই তো??এমন তিন চার টা ঘুমের ট্যাবলেট খেয়ে কেও মরে না,,আরো কয়েক টা খাঁওয়ার প্রয়েজন ছিল,,,

অদ্রিকা:তুমি এখানে আসছো কেনো????

আমি:বাহ রে,,আমার হবু বউ এমন একটা কাজ করবে আর আমি তাকে দেখতে আসবো না??

অদ্রিকা কে তোমার বউ??

আমি: কেনো?? তুমি হবে,,করবে না আমায় বিয়ে??

অদ্রিকা: না,, করবো না…….

আমি: তাহলে আমাকে কি ঘুমের ট্যাবলেট খেতে হবে নাহ কি,,দেখো এমনিতেই কিন্তু একসিডেন্ট করেছি,,

অদ্রিকা: কই কই দেখি??

আমি: এই দেখো,,পাইয়ে ব্যথ্যা পেয়েছি

অদ্রিকা: কি ভাবে একসিডেন্ট করলে??

আমি:না দেখে রাস্তা পার হচ্ছিলাম তখনই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারলো,,

অদ্রিকা: দেখে চলেতে পারবনা,,যদি কিছু হয়ে যেত???

আমি: আরে না পাগলী,,তোমাকে ছেরে কোথাও যেতে পারি…..

অদ্রিকা:আর কখনো ছেরে যাবে না তো….??

আমি: না সোনা,, কখনো ছেরে যাবো না,, love you sona…….

অদ্রিকা: Love you too sona..

কিছু কিছু গল্পের নাম দেওয়া যায় না তাই আমিও এই গল্পটার নাম দিলাম না,,, নাম টা নাহ হয় আপনারাই দিয়ে নিয়ে।

**সমাপ্ত**

No comments

info.kroyhouse24@gmail.com