নন্দিতা

আজো বোজোনি তুমি আমায়,চাতক পাখির মত চাহুতি গুলো আধারে দৌড়ে পালায়,নিন্দুকের ভয়ে যেখানে তুমি অটুট রইলে সেখানে তোমাকে না পেয়ে আমার মনে ভংগুর দরেছে,,মনটা আজ চারন ভূমি, যেখানে আর কোনো ফুলের চাষ হবেনা,,
নন্দিতা এতটা সহজে নিজকে নিলে পালটে,একবারো ভাবলেনা, তুমি হিনা আমি থাকবো কি করে,,তুমি বিহিন জীবনটাই সাহারা মরুভূমি,,