Breaking News

বিদ্বেষী মন | লিখা: নীভু

হবে একদিন পাগল জানি
আমার লিখে বুকে নিয়ে
আজ আছি বলে দিছো না সায়
কাল হয়ে যাবো অন্য তাই,,
কাঁদবে জানি আমায় ভেবে
লাভ হবে না চোঁখ শুকিয়ে
শোনবে না তোমার বুবা কান্না
শুধু শুধু বুক ভাসায়,,
জীবন যাবে কেঁদে কেঁদে
এখন করছো জীবন বড়াই
আমায় হারিয়ে লাভ কি তোমার
পরে রইবে অন্ধ পাড়া,,
হবে না জানি আমার তখন
স্বপ্ন কেন দেখালি আমায়
হবি যখন অন্য তরে
আমার স্বপ্ন কি মিথ্যা হায়।
.

স্বপ্ন কলি

.
কথা ছিল মনে অনেক জমা
বলে দিতে চাই
          তোমার ভুবনে
একলা থাকা এ ভুবনে
        মুল্য নেই তুমি ছাড়া,,
তোমায় দেখে স্বপ্ন বুনেছি
তোমায় দেখে
       আলোক পথে হেঁটেছি
ঘুরছি আমি তোমার ভুবনে
অনেক যন্ত্রণা বুকে নিয়ে ফিরেছি,,
তোমার স্বপ্ন এঁকেছি মনে
      তোমার গল্প মালা গেঁথেছি
তীর হারা নদী কেমন বাঁচে
      ভেসে যায় দিন নদীর বানে,,
স্বপ্ন দেখে এক বুক ভাসায়
       তাই ভেবে দিন চলে যায়
কবি কেন এত প্রেম ফুঠাই
      কৃষ্ণচুড়া দূর লালিমায়।

No comments

info.kroyhouse24@gmail.com