Breaking News

ফাল্গুনী ছোঁয়া | লিখাঃ নীভু

ফাগুনে আগুন লাগে মনে
সঙ্গী ছারা কাটে না বিহনে
বাগানে ভরা মুখরিত ফুলে
বন্ধু ছারা জীবন বিফলে,,

আসিয়া না জানি কোন ক্ষণে
নিভু নিভু জ্বলে মনের বাতি
চেয়ে আছি বাতা দু নয়নে
কেঁদে যায় মন এই দিবারাত্রি,,
ফাগুন ভরা আগুন যৌবনে
কাজে মন বসে না বন্ধু বিহনে
দেখে মন ললিতা দু নয়নে
হলুদিয়া পাখি গান বাঁধে মনে,,
কিছু চাওয়া স্বপ্ন বপনে
নতুন মায়া কে যেনো ডাকে
আশার ধনুক ছুটে চলে গোপনে
গেঁতে মায়া আমারি টানে।

অহনা

নিশিতে করও গো দিওয়ানা
ফুলের বৃষ্টি হয়ে যাক না
মিষ্টি তুষ্টি মিশে গয়না
অহনা তুমি মনের ময়না,,

এক পলশ ছুঁয়ে যাও না
অহনা তুমি দূরে থেকো না
ফুলে ফুলে সাজায় গো
মনের বাসনা,,
ভাবনায় নিশিতে ঘুম আসে না
তোমার আশাতে
দিন কাটে না
করও গো দেহের সোনার গয়না,,
কখন আসবে জানি
অন্ধ হৃদয় ডাকছে পাখি
কখন মিলবে মধুর মিলনে
হারিয়ে যাবো ইতিহাস রাত্রি।

No comments

info.kroyhouse24@gmail.com