Breaking News

মায়াবতী | লিখা: নীভু

দেখেছি তোমায় রঙ্গিন ভোরে
      এঁকেছি তোমায় নতুন সুরে
বেঁধেছি তোমায় আপন করে
      রেখেছি তোমায় হৃদয় সিন্দুকে,,
রেশমি চুড়ি দেখে মরি
     কাজল নয়না কল্পনা পরি
সবুজের বুকে হাঁটছ বেকে
     পায়ে নুপুর ঘাসে ভিজে,,
প্রকাশিত মাঝে সবুজ বুকে
     তুমি এক নীল পরী
প্রেমে পড়ে প্রকৃতি সাজে
     তোমায় দেখে লাজে মরি,,
মিষ্টি শাড়ি বুনেছ দেহে
     আ-হা তোমার প্রেমে পরি
কর না হেলা সয় না জ্বালা
    হাত দুটো, করে দাও আমারি।
.

ছলনাময়ী

.

ও চাঁদ তুমি রেখ না দূরে ছলনা ভোরে
এসো মোর হৃদয়ে ডোরে,,
রাখিবো তোরে যত্নে করে বুকের পাজরে
গল্প শোনাবো রাত ভরে,,
বাঁধিবো তোরে আপন করে
যেতে দিবো না অন্য ঘরে
শোনাবো তোরে নতুন সুরে
মিষ্টি তুষ্টি প্রেমের গান,,
সোনালী আঁখি দিছে ফাকি
কাজল দেবো তোর অঙ্গে মাখি
জোনাকির হলে ঘুরিবো দলে
করে দেবো তোর সঙ্গের সাথী,,
তাঁরাকা মেলায় ঘুরিবো দু’জন
অন্য গ্রহে করবো ভোজন
আসিবো না এ ভুবন নীরে
হারিয়ে যাবো চিরতরে।

No comments

info.kroyhouse24@gmail.com