তোমায় নিয়ে হঠাৎ ইচ্ছে

তোমাকে আজ খুব চাইতে ইচ্ছে করছে
তোমাকে আজ খুব পাইতে ইচ্ছে করছে
যেমন করে নিয়ম ভেঙ্গে হঠাৎ করে চলে
গেলা
তেমনি আবার নিয়ম ভেঙ্গে কারো কাছ থেকা, আজ তোমাকে ছিনিয়ে আনতে ইচ্ছে করছে।

আজ বড্ড বেহায়া হতে ইচ্ছে হচ্ছে,
শুধু তোমাকে পাবার আসায়।
জানি ফিরিয়ে দিবে, তাও কেমন ইচ্ছে করছে নির্লজ্জর মতো বলি ” জানো খুব ভালোবাসি তোমায়।

আজ কেমন সমস্ত বাধা পার হয়ে তোমার কাছে দৌড়িয়ে যেতে ইচ্ছে হচ্ছে,
জড়িয়ে ধরে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে -কেন ছেড়ে গেলা সেদিন?

জানতে ইচ্ছে হচ্ছে,
দরদ দিয়ে ভালোবাইসা এত-শত স্বপ্ন কেন দেখাইছিলা
নতুন মানুষ টারে কি এমন করেই স্বপ্ন দেখাও এখন?
তার কনভার্সনেও কি ” তোমায় খুব ভালোবাসি” এই নিকৃষ্ট মিথ্যা কথাটা বলো?
বাহানা করে একদিন কি তারেও ছেড়ে দিবা?- নাকি আগলাই রাখবা?

আমার কেবল উত্তর জানতে ইচ্ছে হচ্ছে।

আচ্ছা, আজ বরং থাক এসব কথা_
আজ ভালো-মন্দের বিচার না করে,
তোমারে শুধু খুব করে কাছে পাইতে ইচ্ছে হচ্ছে।
শেষ বাড়ের মতো আবার বলতে ইচ্ছে হচ্ছে, “খুব ভালোবাসি তোমায়”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url