বিধবা নারী

আমার যেইদিন বিয়া হইবো
হেদিন আমি বিধবা হইমু
ভয় পাইয়ো না…
হেদিন আমার স্বামী মরবো না
মরবো খালি, আমার মনের সব অনুভূতি।

তোমার লগে যে ঘরে একলগে পা রাখার কথা ছিলো
সেটা আমি অন্য কারোর লগেই রাখমু
তোমার লগে যে খাটে একলগে থাকবার কথা ছিলো
সেটার ভাগীধার অন্য কেহই হইবো।

লাল শাড়ি, লাল টিপ দিয়া, মেকি সাজ সাইজ্জা আমিও হেদিন বিধবা হমু।

হেদিন সব্বাই খুশি থাকবো
থাকবো না খালি আমার মন,
বাড়ি বর্তি কত্ত আয়োজন থাকবো
থাকবো না খালি আমি যা চাইতাম।

হেদিন তোমারে একেবারে মুক্ত কইরা
অন্য সংসারের দায়িত্ব লমু
মনের সাজরে বিধবা কইরা
দেহের সাজে অন্য ঘরের মালকিন হমু।

লাল শাড়ি, লাল টিপ পইরা প্রথম বারের মতো বিধবা হমু।
যেই বিধবায় লোক জানাজানি হয় না কেবল নিরবে কিছু প্রেমিকের মন ভাংঙ্গে।

বুক ভরা যন্ত্রনা, আর বাবা মা র আশীর্বাদ নিয়া।আমিও একখানা সংসার করুম ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url