Breaking News

মানুষকি এমনি হয়

দেহের মরন হইলে সবাই কেমন হুদিস পায়। আত্মীয় সজনেরা কত দুঃখ বিলাস করে।
কিন্তু মনের মরন হইলে কেউ হুদিস পায় না কেন? কেউ দুঃখ বিলাস করেনা কেন
মানুষ কি এমনি হয়…..

আচ্ছা দেহের মরনে চল্লিশা হয়
মনের মরনের চল্লিশা হয় না কেন কইতা পারবা আমারে?
মানুষ কি কোন দিন বুঝবো না!
মানুষ কেন এমন হয়…..

দেহে আঘাত করলে দায় দিতে হয়
তাইলে মনে আঘাত করলে দায় হয় না কেন গো… কইতে পারো আমারে?
দেহের আঘাতে মলম লাগাইয়া ঘা শুকায়
মনের আঘাতের ঘা শুকাইতে আসে না কেন?
মানুষ কি এমনি হয়…..

বেঁচে থাকতে কদর করে না
অথচ মইরা গেলে কত্ত হাহাকার
কাছে থাকতে মূল্য দেয় না
অথচ ছাইড়া গেলেই দোষ
তবে কি, মানুষ এমনি হয়….

No comments

info.kroyhouse24@gmail.com