পাখি । তিতিশ্মা মুসাররাত কুহু । রম্য

বোন আমার ভাগ্নেকে পড়াতে বসিয়েছে।
আম্মু বার বার বলেছে,ওকে ধমক দিয়ে পড়াবিনা।মারবিওনা।
কারণ আমার বোনের রাগ আবার অনেক বেশি।
ভাগ্নেও ওর মায়ের কাছে পড়তে চায়না।তবুও জোর করে নিয়ে বসেছে।
তো ভাগ্নেকে পড়ানো শুরু করেছে আমার বোন।
-বলো আমি হবো,কাজী নজরুল ইসলাম।
ভাগ্নে আমার চোখ মুখ কুঁচকে বলতেছে,
-আমি কাজী নজরুল ইসলাম হবোনা মা প্লিজ।প্লিজ মা প্লিজ।
– পড়তে বলছি পড়।আমি হবো,কাজী নজরুল ইসলাম।এটা কবিতা একটা।
এটা পড়তে হবে।
-না মা,আমি কাজী নজরুল হবো না।প্লিজ মা প্লিজ।আমি হবো স্পাইডার ম্যান।
বোন দিলো এক ধমক,
-বললাম না এটা পড়া?তাই পড়তে হবে।
বল আমার মুখে মুখে,আমি হবো।
কাজী নজরুল ইসলাম।
ভাগ্নে আমার মুখ টা কালো করে পড়তেছে অনেক ক্ষণ যাবত ওর মায়ের সাথে সাথে।
আমি হবো,কাজী নজরুল ইসলাম।
আমি হবো,কাজী নজরুল ইসলাম।
আমি হবো সকাল বেলার পাখি।
আমি হবো সকাল বেলার পাখি।
অনেক ক্ষণ পড়ার পর ওর মা এখন ওর পড়া মুখস্ত নিচ্ছে।
-পড়া হইছে?
-হুম।
-পড়া দাও।
আমার ভাগ্নে পড়া দিচ্ছে,
-আমি হবো কাজী নজরুল ইসলাম পাখি।
কারণ আমার মা বলছে।
আমি হবো কাজী নজরুল ইসলাম পাখি।
কারণ আমার মা বলছে।
বোন শক।
আর ভাগ্নে আমার রক।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url