পরীমনিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে

পরীমনি বাংলাদেশের সিনেমা জগতের আলোচিত এক নাম।

তার বহু সিনেমা হিট হয়েছে বাংলাদেশের সিনেমা হলগুলোতে।

হঠাৎ করেই পরীমনি তার নিজের ফেজবুজ পেজে একটি পোস্ট করে

..যে পরীমনিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে।

আসলে বিষয়টি বড়ই পরিতাপের বিষয়। তার চেয়ে আরও পরিতাপের বিষয় যে,

পরীমনি সোসাল মিডিয়াতে প্রকাশ করার আগে তিনি ঢাকার বেশ কয়েকটি থানায় মামলা করতে যান

কিন্তু কোন থানা থেকেই তার কোন মামলা নেয়া হয়নি।

আমাদের বাংলাদেশের বিচার বিভাগ ও প্রসাশন এখন সোসাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে।

আপনাকের বিচার পাইতে হলে আগে সেই বিষয়টি সোসাল মিডিয়াতে ভাইরাল হতে হবে তার পর আপনি বিচার পাবেন। তার পর আপনি আইনি সহায়তা পাবেন।

পরীমনি প্রেস কনফারেন্স এ  সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন যে, আপনাদের সাথে এমনটি হবে না তার কোন গ্যারান্টি আছে। আজ আমার সাথে হয়েছে কাল আপনার সাথে হবে।

পরীমনি আরও বলেন যে আমি তো একজন অভিনেত্রী আমার সাথে এমন হলে দেশের সাধারন মানুষদের সাথে কি অবস্থা হচ্ছে?? এক বার ভেবে দেখেছেন ??

কেও বিচার পাচ্ছে না । আসামী অবলিলায় বলে দিচ্ছে যে আমাকে কিছুই করতে পারবি না ।

পুলিশ প্রধান বেনজির আমার আত্তীয়/ আমার ভাইয়ের বন্ধ।

আজ যদি বাংলাদেশের এই অবস্থা হয় তবে কোথায় গেল সাধিনতা কোথায় গেল দেশের বিচার ।

আইন । শ্বাশন। সবগুলোই এখুন ঘুনে ধরা । টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url