মেয়েরা সচেতন হোন । প্রতিটি মেয়ের পড়া উচিৎ

ছেলে >: বেবি তোমার একটা হট পিক দিবা?
মেয়ে >: কেন বাবু?
ছেলে >: তুমি না আমার বৌ হবা?
মেয়ে >: হা বাবু
ছেলে >: তাইলে এই প্রশ্ন কেন? বিয়ের পর
তো দেখবো ই এখন দেখলে কি হবে? দাওনা প্লিজ
মেয়ে >: সরি বাবু পারবো না দিতে
ছেলে >: তুমি কি চাও… আমি মরে যাই? আমি হাত
কাটি? আমি ভালো ভাবে চলি?
মেয়ে >: না বাবু হাত কাটাকাটি ভালো কাজ না
আর তুমি এসব কেন করবা?
ছেলে >: তুমি আমাকে কষ্ট দিয়ে কি মজা পাও? দাও না কিছু পিক
মেয়ে >: না বাবু আমি তোমাকে ভালোবাসি তা
সত্যি বাট এসব পিক আমি দিতে পারবো না
ছেলে >: তুমি দিবা কি দিবানা নাকি আমি এখন মরে যাবো
মেয়ে >: না বাবু এসব কইরো না প্লিজ আমি
দিতেছি ওয়েট প্লিজ…
আরেহ ভাই থামেন (sTop)। এইসব লুচ্চামি বন্ধ করেন। ✋
লুচ্চামি করে কি পান?
কিছু সময়ের জন্য মজা পান
আর মেয়েটার জীবন টা নষ্ট করে দিচ্ছেন???
মেয়েদের কিছু সময় ইউস কইরা মজা লুটান!
কিছুদিন পর অন্য মেয়েকে অফার দেন। যদি
মেয়ে রাজি না হয় তাহলে তাকে ব্লেকমেল করেন! ?
বলেন যদি না করেন তাহলে তোমার পিক গুলা ফেইসবুকে ছেড়ে দিবো।?
মেয়ে যদি রাজি না হয় পিক গুলা ফেইসবুকে আপলোড করে দেন
কেন ভাই এসব কেন করেন??
এই সকল মেয়েদের ইজ্জত নষ্ট কইরা কি পান?
কিছু সময় ইউস করে ব্রেকআপ করেন?
তারপর মেয়ের সমাজ/দেশ সবার কাছে খারাপ নামে
স্বীকার করেন???
মেয়েরা তোমরা এতো বোকা কেন???
যে তোমায় ভালবাসবে সে কোনোদিন (হট) ছবি
চাইবে না।বরং তোমায় পর্দা করতে বলবে যে তোমাকে বউ করবে সে এমন কুচিন্তা ভাবনা কখনো করবে না।?
তোমাদের মত ছেলেদের জন্য অাজ গোটা ছেলে জাতির বদনাম??
( আমি জানি অনেকেই বলবেন মেয়েদের কাছে হিরো হতে চাইছি!
আসলে না কথা গুলো বাস্তব! ভালো থাকুন নিজের খেয়াল রাখুন। এবং ইসলামিক জীবন গড়ুন stylish নয়।

মেয়েরা সচেতন হোন

.
১* রাতের বেলা বাসায় ফেরার সময় কোন মাইক্রো বাস লিফট দিতে চাইলে উঠবেন না।
.
২* রাতের বেলা ফাকা বাসে উঠবেন না।
.
৩* বাসে উঠে ঘুমিয়ে পড়বেন না এবং অন্যের দেয়া খাবার খাবেন না ।
.
৪* খালি বাসায় টিউশনি করাবেন না।
.
৫* কোচিং সেন্টারে বান্ধবিদের সাথে যাবেন। একা একা অতিরিক্ত সময় আগে চলে যাবেন না এবং ক্লাস হবে কিনা আগেই নিশ্চিত হয়ে নিবেন। কারন ফাকা নির্জন ক্লাস রুমে অনেক মেয়েই শিক্ষকের আক্রমন এর স্বীকার হয়।
.
৬* পরিচিত কারো দ্বারা যৌন হয়রানির আচ পেলে পরিবারের সদস্যদের অবহিত করবেন ।
.
৭* ফেসবুক/ মোবাইলে অপরিচিত কারো সাথে দেখা করতে চাইলে ভুলেও দেখা করবেন না।
.
৮* সন্ধ্যার পর পর্যন্ত নির্জন লেক পার্ক গুলোতে অবস্থান করবেন না। আধার নামার আগেই সেসব স্থান ত্যাগ করবেন।
.
৯* নির্জন পার্ক জংগল বন বা পিকনিক প্লেসের গভীর এলাকায় যাবেন না।
.
১০* কিছু করার আগে, কোথাও যাবার আগে নিজের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হয়ে নিবেন। বা নিরাপত্তার কথা ভাববেন। কারন আপনা সাথে জরিয়ে আছে , আপনার পরিবারের, বাবা, মা, ভাই, বোনের সম্মান এবং ভালবাসা।।
প্রয়োজন মনে করলে শেয়ার করবেন।।।
মেয়েরা আমাদের মা-মেয়ে ও বোন তোমাদের ইজ্জত আমাদের ইজ্জত!তোমাদের সম্মান আমাদের সম্মান!তোমারাই পরিবারের অহংকার গৌরব!তোমাদের হেফাজত করা প্রতিটি ছেলে মানুষের দায়িত্ব ও কর্তব্য
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url