![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
কিভাবে শাশুড়ির মনের মতো বউ হয়ে উঠতে পারবেন , কিছু কথা বলি
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
যখন ছেলেকে বিয়ে করিয়ে বাড়িতে বউ আনেন যখন ছেলের মা,একটু অন্য রকম হয়ে যায় কারণ?
সে মনে করে যে তার ছেলে তাকে ছেড়ে অন্য একজন নতুন মানুষ কে আপন করে নিয়েছে তাই সে
একটু অন্য রকম হয়ে যায় আর রাগ গুলো ছেলের বউয়ের উপর দেখায়!
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
আর সে মায়ের ভুল টা ভাঙ্গিয়ে দেয়া হবে আপনার কাজ,
যেমনঃ-
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
শাশুড়িকে,মা, বলে ডাকতে হবে কারণ,,মা,,ডাক হলো , পৃথিবীর শ্রেষ্ঠতম ডাক,মা,
![❤](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
যখন শাশুড়ি গোসল করবেন, আপনি বলবেন” মা” আপনি যান ,আমি , আপনার কাপড় ধুয়ে দিচ্ছি!
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
যখন নামাজের সময় হবে, আপনি ওজুর পানি এগিয়ে দেবেন,আর বলবেন যে নিন ওজু করে নামাজ আদায় করে নিন ,,আর আপনি ও নামাজ আদায় করে নিবেন ,
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
শাশুড়ি যদি রাগারাগী করেন তাহলে, আপনি চুপচাপ থাকবেন তাহলে কোনো ঝগড়া হবে না
তার পর যখন শাশুড়ি বকে চুপ,হয়ে যাবেন, তখন আপনি একটু হাসি দিয়ে বলবেন- জ্বি “মা” আপনি যদি
শাসন না করেন তাহলে কে করবে?,আমি তো আপনার মেয়ের মতোই
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
আর যখন খাবারের সময় হবে আগে শাশুড়ির খাবার দেবেন তাহলে সে আরো , আপনার উপর খুশি হবেন ইনশাআল্লাহ্
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
কখনো শাশুড়ির বদনাম স্বামীকে বলবেন না,শাশুড়ীর সাথে সমঝোতায় চলে যাবেন!
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
কখনো শাশুড়ির বদনাম গাইবেন না, সবসময় শাশুড়ির পক্ষ বাদী হয়ে কথা বলবেন!
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
সংসার মানেই টুটকি নাটকি লাগতেই পারে কিন্তু ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নেয়া সম্ভব!
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
মাঝেমধ্যে আপনি শাশুড়িকে বলেন,”মা” আমার ব্যবহার দ্বারা কি আপনি কষ্ট পাচ্ছেন? পেয়ে থাকলে আমাকে বলবেন আমি সংশোধন হয়ে যাব!
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
আশা করি আমার কথা গুলো আপনাদের একটুও হলেও কাজে লাগবে ,, ইনশাআল্লাহ
![?](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t51/1/16/1f449.png)
একটি মেয়ে চাইলে সবকিছু করতে পারে শাশুড়িকে সবসময় নিজের মায়ের মতো দেখুন তার সেবা যত্ন করুন আর শাশুড়ির মনের মতো বউ হয়ে উঠুন।
No comments
info.kroyhouse24@gmail.com