Breaking News

গল্পঃ পূর্নতা । লেখিকা - মাহাবুবা জাহান


আয়নার সামনে দাড়িয়ে বউ সাজে নিজেকে দেখছিলাম আর ভাবছিলাম।
হুম আজ আমার বিয়ে ছিল!
অনেক কাক্ষিত একটা দিন ছিল।
সেই ছোটবেলা থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম।
লাল শাড়ি পরে লাল টুকটুকে বউ সাজা সহ
কতো স্বপ্ন ছিল এই দিনটাকে ঘিরে।
আর কি থেকে কি হয়ে গেল!?
এমন দিনের স্বপ্ন কি আমি দেখেছিলাম!?
অন্যায়! না খুব বেশী অন্যায় করে ফেলেছি!
বাবা মাকে না জানিয়ে বিয়েটা করিছি।
আমার বিয়ে নিয়ে বাবা মার কতো নাই স্বপ্ন ছিল।
আর আমি সেই বাবা মাকে না জানিয়েই বিয়েটা করে ফেললাম।
যদিও বিয়েতে বাবা মা উপস্থিত ছিলেন।
কিন্তু তারা তো আর জানতো আজ তাদের আদরের মেয়ের বিয়ে ছিল।
তারা তো আমার মামাতো বোন তুলির বিয়েতে এসেছিলেন।
তারা তো আর জানে না ঘোমটার আড়ালে তাদের মেয়ে ছিল!
নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে তাদের স্বপ্ন গুলা এই ভাবে আমি শেষ করে দিলাম।
আচ্ছা বাবা, মা, মামী কি আমাকে কোন দিন ও মাফ করবে?
আর স্বপ্ন?
ও কি আমাকে কখনো ওর বউ হিসেবে মেনে নিবে?
এই, এই নীলু তুমি আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো?
দেখো ভালোভাবে বলতেছি আমার বউকে এনে দাও?
না হলে, অনেক খারাপ হবে।
স্বপ্নের কথায় বাস্তবতায় ফিরে আসলাম।
স্বপ্নের হাত ধরে আমি তো তোমার বউ।
স্বপ্ন আমার হাত ছেড়ে দিয়ে দেখো সব সময় দূষ্টামি ভালো লাগে না।
আমার বউ কোথায় বলো?
নীলু: আবার স্বপ্নের হাতটা ধরে আচ্ছা স্বপ্ন তোমার মনে আছে?
আমি যখন ছোটবেলায় মামার বাসায় বেড়াতে আসতাম আর তুমি ও তোমার খালার বাসায় বেড়াতে আসতা?
স্বপ্ন: অনেকখন কিছু একটা ভেবে মাথা চুলকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো।
নীলু: হুম গুড বয়!
তোমার তো দেখি সব মনে আছে? তাহলে তো তোমার এটা ও মনে আছে আমরা তখন জামাই বউ খেলতাম!
সেই খেলায় তো সব সময় আমি তোমার বউ হতাম!
তাহলে আজকে কেন অন্য কাউকে খুঁজছো?
স্বপ্ন: আমি এতো কিছু জানি না।
তুমি আমার বউ না, আমার বউ তুলি।
তুলি, এই তুলি তুমি কোথায়?
নীলু ভুতনী তোমাকে কোথায় লুকিয়ে রাখছে?
আমি চলে এসেছি বেড়িয়ে আসো।
তোমার কোন ভয় নাই!
আমার হাতটা ছেড়ে এইদিকেই সেদিকে স্বপ্ন তুলিকে খুঁজতে লাগলো।

No comments

info.kroyhouse24@gmail.com