Dhaka-Mawa Express Highway

“Beauty is and always will be Blue skies and Open highway”
Dhaka-Mawa Express Highway.



দুপাশে সুবিশাল রাস্তা আর মাঝখানে বিশাল সবুজের সমরহ। নানান ফুলের গাছে সাজানো হয়েছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে।





  

ঢাকার এক্সপ্রেস হাইওয়ে বা পদ্মা সেতুর রাস্তা হলো মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। বাংলাদেশের প্রধান বা অন্যতন পরিকল্পিত একটি সড়ক। যা বাংলাদেশের ভাবমূর্তি অনেকাশে উজ্জল করেছে। হাতে সময় থাকলে একবার ঘরে আসতে পারেন। 

মওয়া এক্সপ্রেস হাইওয়ের রাতের সৌন্দর্য


মাওয়া এক্সপ্রেস হাইওয়ে দিনের বেলায় দেখতে সুন্দর ঠিক রাতে মনেহয় তারচেয়ে বেশি সুন্দর। রাতের দুপাশের সড়ক বাতির আলোতে এমন একটি পরিবেশ সৃষ্টি হয় যে আপনার মনে হবে আমি বাংলাদেশে নয় অন্য এক উন্নত দেশে ঘুরতে আসছি। তবে যারা এখনও এক্সপ্রেস হাইওয়ে দেখতে যান নাই সময় করে একবার হলেও দেখে আসুন মাওয়া এক্সপ্রেস হাইওয়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url