Breaking News

কবিতা - প্রিয় তুমি



এই যে প্রিয় তুমি
এত যে জ্বালাও পোড়াও
আমার ভিতরে ভাঙচুর হয়
বুকের খাঁচা দহনে নিঃশেষ হয়।
এই যে প্রিয় তুমি
লাল ঠোঁট বাকিয়ে যখন
মিষ্টি করে হাসি দাও
আমার হৃদয়ের শিরা উপশিরায়
ভালোবাসা রক্ত স্রোতে বয়ে যায়।
এই যে প্রিয় তুমি
যখন তুমি সুন্দর করে মিথ্যা বলো
আমার তখন সত্যি বলে ভ্রম হয়
বুকের খাচায় তখন ধকধক শব্দ হয়।
এই যে প্রিয় তুমি
জ্বর উঠেছে বলে বিছানায় পরে থাকো
আমার তখন প্যারাসিটামল হতে ইচ্ছে করে
তোমার হৃদয় গভীরের উষ্ণতায় মিশে যেতে ইচ্ছে করে।
এই যে প্রিয় তুমি
শীতের হিমেল স্পর্শে যখন তুমি কাঁপতে থাকো
আমার তখন কম্বল হয়ে
তোমার শরীরে উত্তাপ হতে ইচ্ছে করে।
এই যে প্রিয় তুমি
এত যে জ্বালাও পোড়াও
আমার ভিতরে ভাঙচুর হয়
কষ্টের অনলে পুড়ে নিঃশেষ হয়
তবুও পোড়ামন বলে বারবার
প্রিয় তুমি,প্রিয় তুমি আমার।।

No comments

info.kroyhouse24@gmail.com