Breaking News

মেয়েরা বাবাকে একটু বশিই ভালোবাসে

বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটির সাথে বাবা দেখা করতে এসেছেন। দোকানে নিয়ে গিয়ে বাবা বললেন,
কী খাবি অর্ডার দে।
মেয়েটি বললো,
তুমি বল তুমি কী খাবা?
বাবাটি হেসে বললো,
আমি তো জানিনা এখানে কী ভালো পাওয়া যায়?
তুই যা খাবি আমিও তাই খাব।
মেয়েটি দুই গ্লাস জুস নিয়ে আসলো।
ক্লান্ত বাবাটির খুব ভালো লাগলো ঠান্ডা জুস খেতে।
সে বললো, বাহ খুব মজাতো।
এবার তোর মাকে আনলেও এই জুস খাওয়াব।
মেয়েটি হাসলো।
বাবা মেয়েটিকে কিছুক্ষণ লক্ষ্য করে বললো,
খাওয়া দাওয়া ঠিক মতো করিস তো?
– হুমম করি।
– তাহলে এমন শুকিয়ে গেছিস কেন?
মেয়েটি হাসলো।বাবা এবার চাপা গলায় বললেন,
তোকে যে টাকা দেই,তোর ঠিকমতো চলেতো?
– হুমম চলে।
– কোন অসুবিধা হলে আমাকে বলিস।
– হুমম বলবো।
মেয়েটির আজ খুব ভালো লাগছে।
বাবাকে ছোটবেলা থেকে ও খুব ভয় আর সমিহ করে চলেছে।
বাবা কোনদিন সরাসরি ওর কোন খোঁজ খবর নেননি। মার সাথেই মন খুলে কথা বলা যেত।
বাবার সাথে ছিল সবসময় এক অদৃশ্য দুরত্ব।
অথচ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর এই নিয়ে দুই বার বাবা এসে দেখা করে গেলেন।
আর কেমন করে যেন দুরত্বটা কমিয়ে দিলেন।
কেমন মায়া করে কতো রকম কথা বলেন বাবা এখন। মেয়েটির খুব ভালোলাগে।
আজ যাওয়ার সময় বাবাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছা করছে।
কিন্তু কেমন জানি লজ্জাও লাগছে মেয়েটির।
বাবাকে বলতে ইচ্ছা করছে,
তোমাকে অনেক ভালোবাসি বাবা।

No comments

info.kroyhouse24@gmail.com