Breaking News

কবিতা - ভালোবাসাই হলোনা

ভালো করে ভালোবাসাই হলোনা,
ভালো করে হৃদয় ছোঁয়া হলোনা।
ভালো করে অনুভবে অনুভূতি হলোনা,
ভালো করে তোমায় দেখা হলোনা।
ভালো করে তোমায় চাওয়া হলোনা,
ভালো করে তোমায় তুমি বলা হলোনা।
ভালো করে ভালোবাসাই হলোনা,
ভালো করে রাত জাগা তারা ভরা রাতের গল্প বলা হলোনা।
ভালো করে ভালোবাসি বলা হলোনা,
ভালো করে তোমায় দেখা হলোনা।
ভালো করে তোমায় পাওয়া হলোনা,
ভালো করে ভালোবাসা হলোনা।

No comments

info.kroyhouse24@gmail.com