Shodagor Express Ltd - সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস

সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্শ্বেল সার্ভিস লিমিটেড সমগ্র বাংলাদেশ। সদাগর এক্সপ্রেস কুরিয়ার জগতের এক পরিবর্তনের নাম। বাজেটের মধ্যে সারা বাংলাদেশের সকল জায়গায় পার্শ্বেল এবং কুরিয়ার নিরাপদে পৌছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে কুরিয়ার সেবা দিতে এসেছে। এদের উদেশ্য হচ্ছে স্বল্প খরচে সঠিক সময়ে গ্রাহক সেবা নিশ্চিত করা। সদাগর কুরয়ার সার্ভিস লিঃ এর শাখা অফিস প্রতিটি জেলা শহর সহ প্রতিটি থানা পর্যায়ে তাদের সার্ভিস পৌছানোর লক্ষ্য সদাগর এক্সপ্রেস লিঃ দিন -রাত কাজ করে যাচ্ছে।

বর্তমানে সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস এর ১২০+ নিজস্ব অফিস রয়েছে। সদাগর কুরিয়ার আরও নিজস্ব অফিস করবে থানা পর্যায়ে। সদাগর এক্সপ্রেস আশাবাদি তারা বাংলাদেশের বুকে সদাগর কুরিয়ারকে প্রতিষ্ঠিত একটি কুরিয়ার সার্ভিস হিসেবে দাড় করাবে। সদাগরের বাংলাদেশে ব্যবসা সফল হলে তারা দেশের বাহিরে ইন্টারন্যাশনাল ভাবে কুরিয়ার সেবা চালু করবে।

সদাগর এক্সপ্রেস লিমিটেড এর সেবা সমূহঃ

০১। পার্শ্বেল ও ডকুমেন্ট বুকিং।

০২। সমগ্র দেশ জুরে ২৪/৭ সার্ভিস।

০৩। সম্পূর্ণ অটোমেটেড ট্রাকিং সিস্টেম।

০৪। GPRS যুক্ত শতাধিক গাড়ী।

০৫। দক্ষ কাষ্টমার কেয়ার টীম।

০৬। অপারেশন কন্ট্রোল সেন্টারের মাধ্যমে সার্বক্ষাণিক গাড়ীর গতিবিধি ও পন্য ডেলিভারীর ব্যবস্থা।

.

সদাগর এক্সপ্রেস কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস এর স্লোগান হচ্ছে- বিশ্বস্ততার সাথে আপনার পন্য নিরাপদে গন্তব্যে পৌছে দেয়াই আমাদের অঙ্গিকার।

প্রধান  কার্যালয়ঃ

সিম্ফনি বিল্ডিং, লেভেল-০৫, হাউজ-এসই(এফ) ৯,

রোড-১৪২, সাউথ এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২।

হট লাইন- 09639333888

Web: www.shodagorexpress.net

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url