ভাবির বোন । পর্ব -২১



বৈশাখী:আপনাদের বাসায়
আমি:আপনি না বললেন আপনার কি কাজ আছে
বৈশাখী:ছিল এখন আর নেই তাই যাবো না
আমি:আপনি টেক্সি করে বাসায় চলে যান আমি আসচ্ছি
বৈশাখী:কেনো আপনি কোথায় যাবেন
আমি:কোথাও না
বৈশাখী:তো এক সাথে গেলে কি হয়
আমি:আসলে আমি বাইক নিয়ে এসেছি তাই আর কি আপনি টেক্সি করে যান আমি পিছন পিছন আসচ্ছি
বৈশাখী:না আমিও আপনার সাথে বাইকে যাবো
আমি:কিন্তু
বৈশাখী:কোনো কিন্তু না
(বুঝেছি এই মেয়ে আর শুনবে না তাই বললাম)
আমি:আচ্ছা ঠিক আছে ১মিনিট দাড়ান
বৈশাখী:ওকে(আচ্ছা আমি যা করছি তা কি ঠিক করছি ওনার সাথে এত খারাপ ব্যবহার করলাম (মনে মনে)
আমি:ও হ্যালো কোন পৃথীবিতে চলে গেছেন(বাইক নিয়ে এসে হর্ণ বাজালাম তারপর ডাক দিলাম তাও শুনে না)
বৈশাখী:ও হ্যা চলুন(ভাবনার জগৎ থেকে ফিরে)
(তারপর বৈশাখী বাইকে উঠলো আর বাইক চলা শুরু হলো
হঠাৎ বাইক থেমে গেলো)
বৈশাখী:কি হলো বাইক থামালেন কেনো?
আমি:আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেনো?
বৈশাখী:যদি পরে যাই এই ভয়ে(বলে আরো শক্ত করে জড়িয়ে দরলো)
আমি:এত যখন ভয় তো বাইকে উঠলেন কেনো
বৈশাখী:চুপ আপনি আপনার বাইক চালান আমাকে আমার কাজ করতে দিন(পিছন থেকে বাইকের গ্লাসের দিখে তাকিয়ে মুখে আঙুল দিয়ে দেখিয়ে বলল)

চলবে,….
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url