পিচ্চি গার্লফ্রেন্ড । পর্ব -০৩



অভ্র:ওকে কাল পেয়ে যাবি
পরের দিন কলেজ গেলাম ফ্রাস্টেই অভ্রর সাথে দেখা করলাম জানতে পারলাম মেয়েটার নাম উরভশী ইসলাম অনার্স প্রথম বর্ষে পরে আর কাল এই কলেজে তার প্রথম দিন ছিলো
(কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে শেষ মেষ আমাকে একটা পিচ্চি মেয়ে এত প্যারা দিচ্ছে)আমি ৩য় বর্ষে একটা জুনিয়র মেয়ে
যাগ্গা হাটা দিলাম ক্লাসের দিখে ভালো ছেলেরা ক্লাস ফাঁকি দেয় না
একটু এগুতেই
নিশুমা:কিরে আমি স্বপ্ন দেখচ্ছি নাকি তুই আজ ক্লাস করবি??
আমি:হ্যাঁ বাঁচতে হলে করতে হবে
-কি
-কিছু না
নিশু:আচ্ছা ক্যান্টিনে চল ক্লাসের এখন ও অনেক লেট আছে
-না না একদম না তুই যা আমি যাবো না
(নিশু শুরু করলো হাত দরে টানাটানি)
ঠিক অই সময় সেই জেদি মেয়ের এন্ট্রি
উরভশী:এই আপনি ওনার হাত দরেছেন কেনো(রাগি কন্ঠে)
নিশু:এই তুমি কে আমি ওর হাত দরলে তোমার সমস্যা কি
-সমস্যা আছে আগে হাত ছাড়ুন(বলেই হাত ছাড়ালো)
-এই যে মিস্টার বেয়াদব এই মেয়ে কে আর আপনার হাত দড়লো কেনো
নিশু:এই মেয়ে তুমি অকে বেয়াদব বললে কেনো(রেগে)
আমি:নিশু থাম প্লিজ
-আর এটা আমার বেস্ট ফ্রেন্ড নিশু(উরভশী কে উদ্দেশ্য করে)
নিশু:তু…(অকে থামিয়ে)
আমি:ক্লাসের টাইম হয়ে গেছে ক্লাসে চল সব বলচ্ছি
ফ্রেন্ড রিকুয়েষ্ট দিয়ে পাশে থাকবেন
চলবে…
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url