স্বামী স্ত্রীর ভালোবাসা এমন হওয়া উচিৎ



স্বামীঃবউ খুদা লাগছে খেতে দাও জলদি।

স্ত্রীঃআজনা রান্না হয়নাই 🥺
স্বামীঃকেনোগো, আমার ময়না পাখীটা আজ রান্না করে নাই কেনো?
স্ত্রীঃনা মানে শরির টা কেমন কেমন লাগছে 😔
স্বামীঃকি বলো তুমার কি হইছে দেখিতো, হায় আল্লাহ।
তুমারতো জ্বরে গা পুরে যাচ্ছে, তুমি আমায় ফোন করোনাই কেনো,
তুমার এমন অবস্থা।অফিস থেকে আগেই চলে আসতাম 😞
স্ত্রীঃতুমার তো অফিস থেকে আসলে অনেক খুদা লাগে,
কিন্তু এখনতো ঘরে কিছুই নেই কেমন হবে এখন 🥺😭
স্বামীঃএই চুপ একটা কথাও বলবানা তুমারে আমি কতো ভালোবাসি তুমি একটুও বুজনা।
একটাবার ফোন করো নাই আমায়। কেনো হ্যা 😠
স্ত্রীঃআমার এমন অবস্থায় আমারে বকছো?

স্বামীঃহ বুকমু না কি করমু তুমি জানোনা তুমি আমার কলিজার টুকরা,
একটা মাত্র বউ। তুমার কিছু হলে আমারে কে ভালোবাসবে শুনি?
স্ত্রীঃআমিতো শুধু কলিজার একটা মাত্র টুকরা আর গুলো যাদের দিছো তারা বাসবে 😔
স্বামীঃও মোর জ্বালা আরে, এটা কথার কথা ঝগ*ড়াইটা বউরে অসুস্থ তাও বেশি বকে ,
একদম চুপ কর, দারাও আমি কপালে জ্বর পট্টি দিয়ে দিচ্ছি।🥺
স্ত্রীঃ প্রথমে বকে এখন এতো ভালোবাসা দেখাতে হবেনা 😌
স্বামীঃএই চুপ করতে বলছি তুমারে,
কপালে পট্টি দিতে দিতেঃ
তুমি যদি এমন কয়েকদিন পর পর অসুস্থ হও কেমন হবে বলোতো,
একটুতো যত্নশীল হও নাকি।
স্ত্রীঃনা হমুনা যত্নশীল, যত্নশীল হলে তুমার এই আদর মাখা গা*লি,
মায়া মমতা ভালোবাসা কই পামু 🥰
স্বামীঃএই এই স্টপ কোনো কথানা কথা বললে মাথা ব্যাথা করবে🤫
স্ত্রীঃঅমা নিজেই কথা জিজ্ঞেস করে, আর আমি বললেই দোষ 🤔
স্বামীঃমুখ চেপে দরে,🤭এই বা*চাল চুপ থাকতে পারোনা,
আমি বলি বলে তুমার বলতে হবে নাকি, চুপ করে শুয়ে থাকো কোনো কথানা,
আচ্চা কি রান্না করা জায় বলোতো? আমিতো তেমন রান্নাই পারিনা নুডুলস বানাই?
স্ত্রীঃ🤫🤫🤫🤫🤫


স্বামী: অকি কথা বলো
স্ত্রীঃপা*গলা নাকি, নিজেই কথা বলতে মানা করে আবার নিজেই জিজ্ঞেস করে
কি রান্না করবে, দূর তুমার কথার জালায় তো আমার মাথা ব্যাথাও শুরু হচ্চে 🤨
স্বামীঃহরে বউ কেনো জানি তুমার কিছু হলে আমি পাগলের মতো হয়ে জাই,
থাক চুপ করো আমি অনলাইন থেকে খাবার আনামু কেমন, 🥰
স্ত্রীঃএই জন্যেই ভয় হয় ☹️যদি আমায় কেয়ার করতে করতে আমার উপর বিরক্ত হয়ে জাও 🥺
স্বামীঃকখনো না। আমি তুমায় কতোটা ভালোবাসি বলে বুঝাতে পারমুনা,
শোনো তুমি সুস্থ হলে আমি অফিস থেকে দুদিন ছুটি নেবো, আমায় রান্নাটা শিখিয়ে দিবা🥰
তারপর তুমি কোনো কারনে রান্না করতে না পারলে আমি করবো 🥰
স্ত্রীঃএকথা শুনে স্ত্রী কান্না করে দিলো 😭😭
স্বামীঃকিহলো বেশি কস্ট হচ্ছে বউ ও বউ কিহলো 🥺
স্ত্রীঃনা আমার কস্ট হচ্ছেনা,
আসলে তুমার এই ভালোবাসার খুশিতে আমার চোখ অজান্তেই পানি ঝরাচ্ছে ,
আই লাভ ইউ মাই ডিয়ার পাগ*লা😍
:আল্লাহ জেনো জান্নাতেও তোমার সাথী বানায় 🤲
স্বামীঃআমিন,💖💖 এবার চুপ করোতো, অনেক কথা হইছে,
দারাও কলিং বেল্টা কে জানি বাজাইলো খাবার এসে গেছে মনেহয়,
নিয়ে আসি দুজনে একসাথে খাবো।
একজন সুদর্শন, টাকাওয়ালা সামীর থেকে একজন কেয়ারিং সামী শতগুন ভালো,

I wish,,,, 🎂
আল্লাহগো প্রত্যেক স্ত্রীর প্রতি তার সামীর এবং
প্রত্যেক সামীর প্রতি তার স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দাও,
আমিন💝💖
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url