ভাবির বোন । পর্ব -১৯



বৈশাখী:হুম বলুন(অনেক খুশি হয়ে)
আমি:না মানে বলচ্ছিলাম আরকি কি এমন কাজ যে এত তাড়াহুড় করে চলে যাচ্ছেন??
(বলার কয়েক সেকেন্ড পরে বুঝলাম যে অনেক বড় ভুল করে ফেলছি)
(বৈশাখী এখন হাতে থাকা ব্যাগ টা রেখে আমার দিখে আসচ্ছে চোঁখ মুখ লাল হয়ে গেছে)
বৈশাখী:(ভেবেছিলাম আটকাবে উলঠো আরো জিজ্ঞাস করচ্ছে কেন চলে যাচ্ছি দাড়া দেখাচ্ছি তোকে মজা)কুত্তা বিলাই সয়তান তোকে আজ মেরে ফেলবো(গলা চেপে ধরে)
(এমন ভাবে গলা চেপে দরেছে যে জোর করে ও ছাড়তে পারচ্ছি না)
(এদিখে লোক জন জড় হয়ে মজা দেখচ্ছে)
একটা লোক:কি হয়েছে ম্যাডাম ছেলে টা আপনাকে কিছু বলছে(এর বিতরে বৈশাখী আমার গলা ছেড়ে দিয়ছে)
বৈশাখী কিছু বলার আগে
আরেক লোক:পাবলিক প্লেইসে একটা মেয়ে একটা ছেলের গলা চেপে ধরছে এখনো জিজ্ঞাস করচ্ছ কিছু বলছে কি না বেডা রে ধরে পিটাও যাতে আর কোন দিন কোন মেয়ের দিখে চোঁখ তুলে তাকাতে না পারে
আমি:রিয়াদ তুই তো গেলি রে(মনে মনে)
লোকগুলা যখন আমাকে মারতে আসবে ঠিক তখন’ই
বৈশাখী:এই এই থামুন আপনারা আপনারা কিছু না বুঝেই ওনাকে মারতে যাচ্ছেন ওনি আমার স্বামী হয়
(এটা শুনে ত আমি আকাশ থেকে পরলাম যেই বলতে গেলাম এটা মিথ্যা তখনই মুখ চেপে ধরল
বৈশাখী:তুমি চুপ থাকো
চলবে..
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url