Breaking News

ভালবাসার প্রথম ছোঁয়া । পর্ব -৩৩



দশ মিনিটের মধ্যে সেখানে চলে আসে,, সামনে অনুর পাশে কিছু লোক দাড়ানো দেখে ।
গাড়ি থেকে অভিকে নামতে দেখে অনু এদিক সেদিক না তাকিয়ে এক দৌড়ে এসে
অভিকে জরিয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে,,
এখনো অনুর হাত পা কাপছে।
— অনু আমার জান এই দেখো আমি এসে গেছি, এখন আর কোন ভয় নেই, এসো এদিকে এসো।
অভি অনুকে গাড়ির কাছে নিয়ে ফেন ডোর খুলে বসিয়ে দেয় আর সামনে থাকা লোকদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে গাড়ি স্টার্ট করে ওখান থেকে চলে আসে।
গাড়ি নিয়ে কিছু দুর আসার পর অভি জিজ্ঞেস করে —- কখন থেকে এখানে দাঁড়িয়ে ছিলে তুমি আর তোমার মোবাইল কোথায়?
— দুই ঘন্টা হয়েছে এখানে আমি একা, আম্মু আমাকে এখানে রেখে কোথায় যেনো চলে গেছে এখনো আসছে না কেন, তুমি একটু ফোন করে দেখোনা আম্মুর কোন প্রবলেম হলো কিনা।
আমার ফোন ঘরেই রয়ে গেছে আম্মু ফোন নিতে দেয়নি।
অভি পানির বোতল ওর হাতে দেয় তখনি ওর মোবাইলে রিং বাজে,, স্ক্রিনে মায়ের কল দেখে সাথে সাথে রিসিভ করে,,
— হ্যালো?
.
— অভি তুমি কোথায় আছো,, ঘরের কোন খবর রাখো তুমি, আমি বললে তো মনে করবে
মায় ছেলের ভালো চায়না তাই কিছু বলিনা, তুমি জানো তুমি বাড়ি না থাকলে তোমার বউ কি করে বেড়ায়,,,,
সেই দুপুরে ঘর থেকে বের হয়ে গেছে এখনো বাসায় আসার কোন নাম নেই।
আল্লাহ জানে কই গিয়ে রং তামাশা করছে,,,ওর মোবাইলও ঘরে রেখে গিয়েছে,
ওর মাকে ফোন করেছি সে ওখানেও নেই,, তুমি কি জানো কোথায় গিয়েছে অনু।
— আমি আসছি, এসেই বলতেছি।
.
অভি লাইন কেটে দেয়,, পানি খেয়ে অনু রিলাক্স হয়েছে, চোখের জল এখনো বন্ধ হচ্ছে না।
— অভি আম্মুকে ফোন করো, এতো দেরি হয়ে গেছে এখনো আসছে না, জানিনা কোথায় রয়ে গেছে ওনি।
ওর কথায় অভি হাত দিয়ে টেনে তার সাথে লাগিয়ে মাথায় চুমু খেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ভাবছে যদি আজ ঐ কল রিসিভ না করতো আর এখানে না আসতো তাহলে সারাজীবনের জন্য অনুকে হারিয়ে ফেলতো। অনু তো এতোটাই অবুঝ যে সে এটাও জানেনা ওর কিছু দুর কতো গুলা পশুর দল বসে আছে তাকে ছিড়ে খাওয়ার জন্য। তার গাড়ির হেড লাইট ওদের ওপর পড়তেই ওরা পালিয়ে গিয়েছে। মায়ের এই কাজটা তাকে আরেকবার ভেতর থেকে কাঁপিয়ে দেয়।
.
অভির এখনো বিশ্বাস হচ্ছে না অনু যে তার পাশে বসে আছে।
অভি অনুকে এতোটাই শক্ত করে বুকের সাথে লাগিয়ে রেখেছে যে অনুর দম বন্ধ হয়ে যাচ্ছে,,
যখন দেখছে অভি ছাড়ছে না তখন অনু নিজেই নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে,, আমি ঠিক আছি, তুমি কেঁদো না।
অনুর চেহারায় এখনো ভয়ের ছাপ দেখা যাচ্ছে। অনুর চোখের জল মুছতে মুছতে বলে —
এই পাগলি এতো অবুঝ কেন তুমি,,
কেন দুনিয়ার চাল বুঝতে পারছো না,,
তুমি জানো আজ যদি তোমার কিছু হয়ে যেতো তাহলে কি অবস্থা হতো আমার,
আমি তো মরেই যেতাম তোমাকে ছাড়া।
তুমি কেন আম্মুর অপেক্ষা করছিলে, তুমি জানো এই এলাকা কেমন,,
তুই ঐ সময় আমাকে কল দেয়া উচিৎ ছিল যখন আম্মু এখান থেকে গিয়েছে।
— আমি তো ভাবছি আম্মু চলে আসবে, আমি তো আম্মুর সাথে……
(হঠাৎ অনুর মুখ বন্ধ হয়ে যায়, ওর মাথায় কিছু একটা ঝটকা দেয়,
অভির কথায় এক সেকেন্ড এ সবকিছু বুঝিয়ে দিয়েছে)
— আম্মু এখন কোথায় আছে অভি? (অনু কন্ঠ একদম নরম কান্নার শুরে বলে)
.
— ঘরে আছে আম্মু,,,
অভির জবাব শুনে অনুর চোখ একদম বড় হয়ে যায়।
— আজকের পর থেকে আম্মু হয় বা অন্য কেউ হোক তুমি আমাকে না বলে কোথাও যাবে না আমি বলে দিলাম, বুঝতে পারছো তুমি কারো সাথে যাবে না তুমি,আর তোমার সাথে সবসময় মোবাইল যেন থাকে, আর কখনো ঘরে রেখে আসবে না ওকে।
— আ আম্মু কি আমাকে এখানে ফেলে চলে গেছে, আমি ওনার কি ক্ষতি করেছি,, আমি তো সবসময় চেয়েছি ওনার সাথে মিশে থেকে ওনার মেয়ে হয়ে থাকার জন্য।
ওনি মেয়ে না বানিয়ে এভাবে পর করে আমাকে এই রাতের বেলা এখানে ফেলে চলে যেতে পারলো। যদি ঐ ছেলে গুলা আমাকে নিয়ে যেতো তো আমার… ( অনুর মুখে আর কথা বের হচ্ছে না)
ওর এই অবস্থা দেখে অভির মনটা ভেঙে যায়, নিজের মা কি করে পারলো এটা করতে।
— অনু আমি আছি তো তোমার পাশে, কিছু হবে না তোমার, কিছু হতে দেবো না আমি।
অভি শান্তনা দিয়ে ওর মাথায় চুমু খেয়ে বুকের মাঝে আবারও চেপে ধরে রাখে,, যেনো অনুকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে না পারে। অনুর চোখের জল যেনো বন্ধ হওয়ার নামই নিচ্ছে না।
দুই ঘন্টার ভয় যেনো অনুর ভেতরটা একেবারে নাড়িয়ে দিয়েছে।
.
অভি ওকে শান্ত করতে করতে অন্ধকার গলি পার করে চলে আসে,, ওখানের সেই মেয়েদের ওপর অভির নজর যায়, কিভাবে ছেলেরা টেনে নিয়ে তাদের বিছানায় নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ বাহিরেই জরিয়ে ধরে চুমু খাচ্ছে, আবার কোন মেয়েকে তো তিন চার জন ছেলে মিলে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে।
এই সবার জায়গায় যদি আজ অনু থাকতো তাহলে কি হতো ওর। অভি মুখ চেপে কেঁদে দেয়। কেমন করে পারলো আম্মু এটা করতে, একবারও কি নিজের ছেলের সুখের কথা ভাবেনি ।
আজ আম্মুকে ছাড়বোনা,,, অনু এখনো হিচ হিচকে কাঁদছে।
— অনু চুপ করো আমরা বাড়ি চলে এসেছি।
অভি গাড়ি বন্ধ করে অনুকে নিজের ওপর থেকে আস্তে সরিয়ে পাশের সিটে বসিয়ে।
অভির সিট পুশ করে হেলিয়ে দিয়ে মাথার নিচে দুই হাত দিয়ে সিটে হেলান দিয়ে ভাবতে থাকে।
সে সারার মনে যে অনুর জন্য এতো ঘৃণা এটা কল্পনাও করতে পারেনি,,,যাকে না দেখলে তার সকাল হয়না,, যাকে তার জীবন মনে করছে তাকেই এখন তার মা শেষ করে দিতে চাচ্ছে।
সিট থেকে ওঠে মাথা ঝাটকা দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির ভেতরে চলে যায়।
তালাল বাহিরে হাউজের পারে দাড়ানো ছিলো।
অভি গাড়ি বন্ধ করে নিচে নেমে অনুকে সাথে করে রুমে ঢুকে,,
সারা এই সময় টেবিলে বসে খাবার খাচ্ছিলো, অভি আর অনুকে একসাথে দেখে সারার হাত থেকে চামচ মাটিতে পরে যায়।
.
টেবিলে মাকে দেখে অভি তালাল সাহেবের কাছে যায়।
— আব্বু তুমি রুমে এসো, তোমার সাথে আমার কথা আছে।
অভি তালাল সাহেবের সাথে কথা বলছে দেখে সারা খাওয়া বন্ধ করে দাঁড়িয়ে যায়।
তালাল — কি হয়েছে কি কথা বলবে,, অনু কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন।
— আব্বু তুমি তোমার রুমে এসো,, আমি চাইনা বাড়ির কাজের লোকের সামনে কোন তামাশা হোক।
তালাল আর কিছু না বলে ভেতরে এসে সারার সামনে দিয়ে তার রুমে যাচ্ছে,
এটা দেখে সারা চুপ না থেকে বলে দেয়, কি হয়েছে তালাল তুমি কোথায় যাচ্ছো, এসো খাবার খাবে,, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।
( সারা শুধু তালালকে ছাড়া আর কাউকে ভয় পায় না)
অভি ঃ- এতো দিন তো অনেক কিছুই খাইয়েছো আম্মু এখন কিছু সময় না খেলে কিছু হবে না।
তুমিও এসো রুমে। এটা বলে অনুর হাত ধরে উনার রুমে চলে যায়।
অনু — কি করতে যাচ্ছো তুমি,, তুমি আব্বুকে এসবের কিছু বলবে না। ( অনু অভির হাত টেনে বলে)
তালাল অভির পিছে পিছে ওনার রুমে আসে,,
সারিমও কৌতূহল নিয়ে তাদের পিছে চলে আসে। সারা দরজায় দাঁড়িয়ে থাকে।
.
অভি ;- আম্মু তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো।
সারিম ওনাকে টেনে ভেতরে নিয়ে আসে।
সাবাই রুমের ভেতর যাওয়ার পর তালাল বুকে হাত বেধে জিজ্ঞেস করে,, –
এবার বলো কি হয়েছে, কি কথা বলার জন্য ডেকেছো।
অনু অভির পিছে দাঁড়িয়ে এখনো কাঁদছে।
— আব্বু আমি আমার ফ্ল্যাট এর চাবি চাই, সিংগাপুর যাওয়ার আগে তুমি নিয়েছিলে।
— হ্যা নিয়েছি কিন্তু তুমি বাড়ি ছেড়ে ওখানে যেতে চাও কেন।
— আমি এই বাড়িতে আর থাকতে পারবো না,, আমি আজকেই এই বাড়ি ছেড়ে ওখানে যেতে চাই।
— কি হয়েছে তোমার, ওখানে কেনো থাকবে,
এই বাড়িতে কিসের প্রবলেম, কি হয়েছে সিধে সিধে বলো আমাকে।
— কি হয়েছে আমাকে না জিজ্ঞেস করে আম্মুকে জিগ্যেস করো,,,
ওনাকে জিগ্যেস করো ওনার কি প্রবলেম, কেনো ওনি আমাকে ভালো ভাবে বাচতে দিচ্ছে না।
কি চায় ওনি আমার কাছে জিজ্ঞেস করো। আর কতো দিন এসব করতে থাকবে।
.
সারা এক লাফে ওর সামনে এসে বলে,, কি করেছি আমি,, প্রতিদিন তুমি ঘরে
এসে নতুন নতুন ড্রামা নিয়ে দাঁড়িয়ে যাও। আমার কথা বাদ দাও তুমি বলো কি চাও তুমি,,
রোজ রোজ এই সিনক্রিয়েট করার কারণ কি তোমার।
— আম্মু আজ আমি তোমার সাথে কথা বলবো না, আজ যা বলার আব্বুর সাথে বলবো।
আমি আব্বুকে আজ সবকিছু বলে দেবো,, আমি তোমাকে লাষ্ট টাইম ওয়ার্নিং দিয়েছিলাম কিন্তু
তুমি কিছু শুনোনি। আমি কখনো চাইনি বাকি সবার নজরে তোমার প্রতি সম্মান জিরোতে আসুক,।
আমি মানছি সব সন্তানের মতো আমিও তোমাকে সম্মান করা উচিৎ কিন্তু তোমার আজকের এই কাজটা দেখে আমার সব চলে গেছে।
ওর কথায় এসি রুমে থাকার পরেও সারার কপাল ঘেমে যায়।
-; আব্বু তুমি আম্মুকে জিগ্যেস করো কি করেছে ওনি আজ।
কোথায় রেখে এসেছে অনুকে, কোন বাজারে একা রেখে এসেছে তাকে।
আজকের আগে কখনো তো অনুকে সাথে করে নিয়ে যাওয়ার
খেয়াল আসেনি তাহলে আজ কেমনে এতো ভালবাসা জাগলো যে তাকে সাথে
করে শপিং এ চলে গেছে। আম্মু তুমি তো কখনো ঐ বাজারে যাওনি তাহলে আজ কি করে ওখানে চলে গেলে।
.
আম্মু আমার জানা ছিলো না মা এমনও হতে পারে, যে নিজের চিন্তা করে কিন্তু তার সন্তানের কথা ভাবে না।
আমি তো এখনো তোমার প্রথম সারপ্রাইজ ভুলতে পারিনি আর তুমি এর ভেতর দ্বিতীয় সারপ্রাইজ দিয়ে দিলে।
তালাল আর সারিম দুজন অবাক হয়ে অভির মুখের দিকে তাকিয়ে আছে, যার মুখ রাগে লাল হয়ে আছে।
তালাল — আমাকে সব খুলে বলো কি হয়েছে,, কি করেছে সারায়।
সারা — কিছু করিনি আমি তালাল, ও তো মিথ্যা বলছে এসব,,
এই সবকিছু এই মেয়ের কারণে হয়েছে আর ওর কারণে আজ আমার ছেলে আমার উপর দোষ দিচ্ছে।
তালাল — চুপ করো সারা,, অভি তুমি বলো কি হয়েছে,,,
— আব্বু যেদিন আমি সিংগাপুর থেকে এসেছি সেদিন আম্মু আমাকে সারপ্রাইজ দিয়েছিলো,,
অনুর ভুল রিপোর্ট দিয়ে যেটা ওনি ওনার এক বন্ধু ডক্টর সুমাইয়ার হাতে বানিয়েছে।
যখন আমি ঐ ডক্টর এর কাছে জিজ্ঞেস করি তখন ওনি বলে এসব আম্মু আর নেহা মিলে করেছে।
এই জন্যই আমি নেহাকে ঘর থেকে বের করে দিয়েছি।
তুমি বার বার জিগ্যেস করার পরেও আমি আমার এক্সিডেন্ট এর কথা কিছু বলিনি,,
শুধু এই জন্য যে আমি আমার মাকে অন্যর সামনে লজ্জিত হতে দেখতে পারবো না।
আজকে যা করেছে এটার পরেও যদি আমি চুপ থাকি তাহলে আমি অনুর ওপর বড় অন্যায় করে ফেলবো,
আমি চুপ থাকতে পারবো না আজ। তুমি জানো আব্বু আজকে অনুকে কোথায় ছেড়ে এসেছে,
ঐ বাজারে ছেড়ে এসেছে যেখানে সব পতিতা-দের বসবাস।
.
অভির কথা শুনে তালাল আর সারিমের তাজ্জব হয়ে সারার দিকে চেয়ে আছে ,
সারা এমন কাজও করতে পারে।
সারা — চুপ করো অভি, এসব ফালতু কথা বন্ধ করো,,
তালাল তুমি ওর কথায় একদম বিশ্বাস করবে না,,
ও তো বউয়ের তালে সব মিথ্যা বলতে শুরু করে দিয়েছে।
ওয় তো এটাও ভুলে গেছে যে মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়।
.
সব জগড়ার মুল এই মেয়ে, ওর কথায় এসব হচ্ছে,,
আজ মায়ের ওপর দোষ দিয়েছে কাল তোমারও ওপরও দেবে।
সারা চেচিয়ে অনুর সামনে যায়,,, —
এখন হয়েছে তোমার কলিজা ঠান্ডা, লাগিয়ে দিয়েছো তো মা ছেলের মাঝে দন্ড,,
এটাই তো চেয়েছো তুমি,,
লাগাই দিয়েছো তো ঘরে জগড়া। তুমি কখনো আমার ঘরের সুখ সহ্য করতে পারোনি,,।
সারা অভির সামনে অনুর ঘাড়ে ধরে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়……………
চলবে………..

No comments

info.kroyhouse24@gmail.com