পৃথীবির সকল মা ভালো থাকুক

 


মা'দের শরীরে এমন একটা বিশেষ গন্ধ থাকে যার দ্বিতীয় কোনো কপি হয় না৷

পৃথিবীর কোনো নারীর সাথে মায়ের গায়ের গন্ধ মেলে না। গড গিফ্টেড একটা জিনিস।

চোখ বন্ধ করে এলেও মা'কে বুকে জড়িয়ে ধরলেই বোঝা যায় হার্ট টা বুঝি আটকে গেল।

এটাই আমার মা।

মায়ের হাঁটা-চলা পায়ের শব্দে বোঝা যায় মা আসছে। অনেক গুলো মহিলারা একসাথে থাকলে,
সবাই মিলে গল্প করলেও মায়ের ভয়েস টা ঠিক কানে এসে লাগে।
যেন সরাসরি হৃদয়ের সাথে হাত।
সবার কাপড়ের মধ্যে থেকেও মা'র কাপড় সহজেই বেছে নেয়া যায়।
মা মা একটা গন্ধ আসে যা মুখে ধরলেই মনে হয় মা ছুঁয়ে দিচ্ছে গালে পরশপাথরের সুখ।
এমনকি মায়ের রান্নাও তাই, অনেকের রান্না একসঙ্গে রাখলেও কোনটা আমার মায়ের হাতের রান্না
তা মুখে দিলেই বুঝতে বাকি থাকে না।
কি একটা সিক্রেট ব্যাপার দিয়েছেন আল্লাহ সকল মায়েদের মধ্যে যা সবার থেকে আলাদা।
মায়ের শাসন টা সবার থেকে কিছুটা হলেও ভিন্ন হয়,
মা যখন কড়া ভাবে শাসন করতেন সেখানেও মায়ের মৃদু মমতা ভালবাসা জড়ানো দেখা যেতো।
বাড়ি ফেরার বিলম্বনায় কেবল মায়ের কথাটাই খুব বেশি মনে হতো।
বাড়ি যেতে হবে এই কথাটা সকল ক্ষেএে একমাএ মায়ের অজুহাত টাই দেখানো হতো কেনোনা
অপেক্ষার হাল ধরে শুধু মা'ই বসে থাকতো।
মা'দের সবকিছুই অনন্যা অদ্বিতীয়া। এজন্যই তিনি আমার মা।
ভালো থেকো মা তুমি..

♥I Love you ammu♥
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url