স্টেশনে প্রেম। পর্ব -০১



আমি সদ্য ইনজিনিয়ারিং পাশ করে নতুন একটি সফ্টয়্যার কোম্পানিতে চাকরি পেয়েছি। সেই চাকরির সুবাদে আমাকে সকালে ঘুম থেকে উঠে গোসল খাওয়াদাওয়া করে অফিরে জন্য রেডি হয়ে বাস স্টপে গিয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয়।

এভাবে প্রায় ১ মাস অফিস করার পর হঠাৎ একটি মেয়ে একদিন বাস স্টপে এসে দাড়াল এক পলক দেখার পর তাকে আমার প্রথম দেখাতেই মনে ধরে গেল। এবং তার সাথে কথা বলার চেষ্টা করার আগেই বাসে এস পড়ল দুজনই বাসে উঠে গেলাম। তবে মেয়েটি সামনের মহিলা সিটে আর আমি পেছনের সিটে বসে যেতে হলো। যদিও আমি মেয়েটির সিটের পাশে গিয়ে দাড়িয়েছিলাম কন্টাক্টর মামা চেচিয়ে বললো মামা পেছনে অনেকগুলো সিট ফাকা আছে বসে পড়েন।

ভাগ্যের কি নির্মম পরিহাস কিছুই করার নাই। পরের দিনের অপেক্ষা। পরের দিন ঠিক ২০ মিনিট আগে এসে বাস স্টপে দাড়িয়ে থাকলাম। আজ মেয়েটিও বাস আসার ৫ মিনিট পর আসলো। মেয়েটিকে দেখে আমি শুধু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি।

মেয়েটি বাস স্টপের বসার জায়গায় আমার ব্যাগ রেখেছিলাম ব্যাগটি তুলে একটু বেশি জায়গা করে দিলাম যেন ভালোভাবে বসতে পারে। মেয়েটিও ঠিক আমার পাশেই এসে বসলো।

আমি আমতা আমতা করে বললাম আপনাকে তো এই স্টপেজে আগে দেখিনাই শুধু কাল আর আজ দেখলাম আপনি কি এখানে নতুন এসেছেন?

চলবে....

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url