১ মিনিট পড়ুন রাসুলুল্লাহ সাঃ এর ঘটনা

একদিন লক্ষ করলেন মা আয়েশা সিদ্দিকা রাঃ আমাদের প্রিয় নবীর পূনির্মার মতো চেহারায়
মাঝে হালকা হালকা কালো গর্তোর মতো দাগ দেখা যায়!
তখন মা আয়েশা সিদ্দিকা নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ এগুলো কি বসন্তের দাগ
যদি বসন্তের দাগ হয়ে থাকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার এগুলো পরিষ্কার হয়ে যাক!
তখন আমাদের দয়ার নবী মায়ার নবী চোখের পানি ফেলে বললেন হে আয়েশা এই দাগের কথা
জানতে চেয়ো না এ দাগের কথা মনে হলে আমার কলিজা মানে না এরে আয়শা "
শুনো এগুলো বসন্তের দাগ নয় এগুলো হচ্ছে তায়েফের জমিনে যুবকদের
পাথরের আঘাতের দাগ আমি যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম তখন যুবকেরা
আমাকে এক বার নয় ২বার নয় তিন-তিনবার পাথরের আঘাত করে বেহুশ করে
দিয়েছিল এই দাগ সেই তায়েফের জমিনের পাথরের আঘাতে দাগ,
তখন মা আয়েশা বললো হে নবী আপনি আল্লাহ'র কাছে দোয়া করুন
তাহলে নিশ্চয়ই এই দাগ গুলো পরিষ্কার হয়ে যাবে "
তখন আমাদের প্রিয় নবিজী আরো কাঁদতে লাগলে বললো
আয়শা না না এই দাগ আমি মুছবো না 🥀কাল যখন হাশরের মাঠ কায়েম হয়ে যাবে
আমার গুনাগার উম্মত গুলো নবী কই নবী কই বলে খুঁজবে!!
তখন আমি এই একেকটা দাগের উছিলায় আমার কোটি কোটি উম্মতকে পুলসিরাত পার করে দিবো।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url