কবিতা: দুয়ারে সরকার

মিষ্টি একটি মুখ দেখেছি,

বহুকাল পরে,
চাঁদের মতো সে তো আর,
নয়তো থাকে দূরে,
চাঁদ তো শুধু রাতেই হাসে,
এ তো সর্বক্ষণ,
দিনে রাতে দেখতে পায়,
স্বপ্নে আমার একে সারাক্ষণ,
সংরক্ষিত মনে বান ডেকেছে,
খুশির যেন জোয়ার,
মনের দুয়ারে প্রেম জেগেছে,
তুমি এই হৃদয়ের দুয়ারে সরকার...
কাগজ নেই, কলম নেই..
তাই গোপন কথা- এই মনেতে লিখি,
কি কি প্রকল্প করবে চালু এই প্রেমেতে,
সেই আশাতে থাকি,
সুবিধা চাই, সুযোগ চাই..
একটু আধটু ভাতা চাই,
মিষ্টি মিষ্টি আদর চাই,
তবেই না বুঝবো ,
তুমিই শুধু আমার...
বাড়ির কথা আর শুনছি না,
আর তো মেয়ে দেখছি না,
যতোই দাঁড়াক, সামনে এসে যতো সুন্দরী,
আমার চোখে চাঁদই আছো,
চিরকাল চাঁদই থাকবে তুমি..
দল বদলের খেলায় নেই,
আমার মন ভোট দিয়েছে,
ভালোবাসা শুধুই পেতে তোমার,
সত্যিকারের সাথী আমার তুমি,
সততায় নিষ্ঠায় বিশ্বাসী তুমি,
তাইতো তুমি এই হৃদয়ের দুয়ারে সরকার.....
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url