Breaking News

গল্পঃ ভাবির অহংকারী বোন । পর্ব - ৭



আমি বিছানায় হামাগুড়ি দিয়ে মিথিলার পা ধরে টেনে কাছে নিয়ে গেলাম

আমাকে ফোনটা নিতেই হবে কিন্তু মিথিলা ফোন দিতে নারাজ।
ওর সাথে ধস্তাধস্তি করতে করতে ওর উপর উঠে বসেছি। ছোটার জন্য অনেক চেষ্টা করছে। এখনো এতটা খেয়াল করে নি। আমি একদম মিথিলার কাছে চলে গিয়েছি, এতটা কাছে যে মিথিলার প্রশ্বাস সরাসরি আমার বুকে এসে লাগছে।
হঠাৎ করেই মিথিলা চুপ হয়ে গেল। হয়তো, ব্যাপারটা বুঝতে পেরেছে। মিথিলা ফোনটা ছেড়ে দিয়ে আমার কলার ধরে আরো কাছে টেনে নিল।
ব্যাপারটা মোটেও সুবিধার দেখছি না। আমি ওর থেকে ফোনটা নিয়ে নেমে এলাম। মিথিলা আর কোন কথা না বলে মাথা নিচু করে রুমের বাইরে চলে গেল।
হয়তো আমার নিজের অজান্তেই ওর অনেকটা কাছে চলে গিয়েছিলাম যার কারনে হয়তো আমাকে খারাপ ভাবছে। পরে ওর থেকে সরি বলে নেওয়া যাবে আগে পিকগুলো ডিলিট করে নেই।
দেখি অনেকগুলো পিক তুলেছেন দুজন মিলে। আমার এই ছবি অন্য কেউ দেখলে আমার ইজ্জত বিনা রকেটে মঙ্গল গ্রহে পাড়ি জমাবে।
আমি দ্রুত পিকগুলো ডিলিট করে দিলাম। এবার মিথিলার ফোনটা দিতে হবে। রুম থেকে বের হয়ে দেখি মিথিলা নিচে আন্টির সাথে কথা বলছে।
খাইছেরে..
আমার কথাগুলো আবার বলে দেবে না তো?
ভয়ে আমার হাঁটুর ভিতর পরান অস্থির করতে শুরু করেছে।
আমি বুকের ভিতর এক বালতি ভয় নিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। কিছুতেই সামনের দিকে এগোনোর সাহস পাচ্ছি না। তবুও আমার চুনোপুঁটির মত পরানে এক বস্তা সাহস নিয়ে প্রতিটা কদম ফেলছি।
এ যেন 450mb RAM এ পাবজি install এর মত ব্যাপার।
সিঁড়ির মাঝ বরাবর পর্যন্ত নেমেছি আর সামনে এগোবার সাহস পাচ্ছিনা। ওখান থেকেই মিথিলাকে ডাকদেই..
আমার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল...
আমিঃ ওই,, এইযে তোর ফোন নিয়ে যা।
মিথিলাঃ তুই দিয়ে যা।
আমিঃ আমি পারব না, তুই নিয়ে যা।
আন্টি উঠে রান্না ঘরে চলে গেল আর মিথিলা শিরি দিয়ে আমার কাছে এলো।
আমিঃ এই যে তোর ফোন।
মিথিলাঃ ডিলিট করেছিস?
আমিঃ হুমম
মিথিলাঃ ভালো..
আমিঃ সরি..
মিথিলাঃ কেন?
আমিঃ তোকে একটু বেশি জোর করে ফেলেছি।( মাথা নিচু করে)
মিথিলাঃ ঠিক আছে, বেপার না।
আমিঃ তুই কি রাগ করেছিস?
মিথিলাঃ রাগ করবো কেন?
আমিঃ সত্যি আমি বুঝতে পারিনি তোর উপর কিভাবে পড়ে গেলাম।
মিথিলাঃ তুই এখনো ওই কথা নিয়ে পড়ে আছিস? হা হা আরে ওইটা কোন ব্যাপার হলো।
আমিঃ তুই আন্টির কাছে কি বললি?
মিথিলাঃ কেন?
আমিঃ ওসব কথা বলেছিস নাকি?
মিথিলাঃ আরে বলদ। ওসব বলতে যাবো কেনো..? আন্টি বলল যে তোর পায়ের ব্যথার কি হলো, তাই আন্টিকে সবকিছু বললাম।
আমিঃ সবকিছুই...?😞
মিথিলাঃ আরে না, শুধু পা মচকে যাওয়ার কথা বলেছি। তোর এত ভয়?
আমিঃ একটু তো করেই।
মিথিলাঃ তবে আমার কিন্তু ভালোই লেগেছিল।
আমিঃ মানে,,
মিথিলাঃ কিছু না
মিথিলা আর না দাঁড়িয়ে মুচকি হেসে দৌড়ে উপরে চলে গেল। ভাবভঙ্গি আমার কাছে মোটেই ভালো লাগছে না। আমিও ওখানে না থেকে রুমে চলে এলাম। রাতে পড়তে বসেছি এমন সময়...
মিথিলঃ আসবো..?
আমিঃ আয়..
মিথিলাঃ আমাকে না বলেই পড়তে শুরু করে দিয়েছিস?
আমিঃ তো কি করব,,
মিথিলাঃ আচ্ছা এখন কিছু বই দে।
আমিঃ যেটা নেওয়ার নিয়ে যা।
( মিথিলা দুইটা বই নিয়ে বিছানায় বসলো..)
আমিঃ আবার ওখানে বসছিস কেন?
মিথিলাঃ তাতে কি হয়েছে?
আমিঃ যা রুমে গিয়ে পড়তে বস আর আমাকেও পড়তে দে।
মিথিলাঃ তুই তোর মত পর, আমি থাকলে কি সমস্যা?
আমিঃ তুই এখানে থেকে কি করবি?
মিথিলাঃ তোর পড়া দেখব।
আমিঃ আমার পড়া দেখা লাগবেনা। তুই নিজে গিয়ে পড়।
মিথিলাঃ থাকি না এখানে?
আমিঃ মোটেও না, যা এখন।
মিথিলাঃ আরে এরকম করছিস কেন?
আমিঃ যাবি এখান থেকে?
মিথিলাঃ যাচ্ছি যাচ্ছি, এত ঢং দেখে আর বাঁচি না।
আমিঃ আমি ঢং করছি দাঁড়া
চেয়ার থেকে যখনই উঠতে যাব অমনি মিথিলা এক দৌড়ে বাইরে বেরিয়ে গেলো।
আবার,, হঠাৎ করে দরজা দিয়ে মুখ বের করে...
মিথিলাঃ আবার হবে নাকি ওই রকম...?
আমিঃ কোন রকম?
মিথিলাঃ ওই যে তখন যেটা হলো...
আমিঃ তবে রে দাঁড়া....
আমি উঠে দাঁড়াতেই মিথিলা এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আমি দরজার লক করে আবার পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার টেবিলে বসে আছি শালার কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না।
হঠাৎ,,,, আবার দরজায় নক পড়লো..
উঠে গিয়ে দরজা খুলতেই দেখি মিথিলা বই হাতে দাঁড়িয়ে আছে....
আমিঃ আবার কি?
মিথিলাঃ একটা টপিক বুঝতে পারছিনা একটু বুঝিয়ে দে..
আমিঃ কোনটা?
মিথিলাঃ ভিতরে গিয়ে বসে দেখাই?
আমিঃ দ্রুত দেখাবি..
( ভিতরে আসলো)
মিথিলাঃ বস ওখানে আমি দেখাচ্ছি।
মিথিলা বইয়ের একটা অংশ বের করে বললো এটা ভালো করে বুঝিয়ে দিতে।
আমি আমার মত করে বুঝাতে লাগলাম।
হঠাৎ,,,
মিথিলার দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমিঃ পড়া আমার মুখে না, বইয়ের দিকে তাকা।
মিথিলাঃ তুই বল আমি শুনছি।
আমিঃ শুধু শুনলে হবে না.. বইয়ে দিকে তাকা।
মিথিলাঃ আচ্ছা,,,
( আমি আবার পড়া বুঝাতে লাগলাম)
মিথিলাঃ একটা কথা বলবো?
আমিঃ কি?
মিথিলাঃ তুই কি কাউকে পছন্দ করিস?
আমিঃ হঠাৎ এরকম প্রশ্ন...
মিথিলাঃ বলনা..
আমিঃ জানিনা...
মিথিলাঃ আমাকে বললে কি সমস্যা?
আমিঃ কোন সমস্যা নেই।
মিথিলাঃ তাহলে বল।
আমিঃ তুই শুনে কী করবি?
মিথিলাঃ দরকার আছে..
আমিঃ কিসের দরকার?
মিথিলাঃ তুই বলবি?
আমিঃ আগে পড়া তারপর...
মিথিলাঃ না পড়া রাখ এখন .( বইটা বন্ধ করে দিল)
আমিঃ এরকম করছিস কেন?
মিথিলাঃ আমার প্রশ্নের উত্তর দে,,
আমিঃ কি?
মিথিলাঃ কাউকে পছন্দ করিস?
আমিঃ না,,
মিথিলাঃ সত্যি তো?
আমিঃ হুমম
আমিঃ জানতাম এটাই হবে।
আমিঃ কোনটা?
মিথিলাঃ তুই অন্য কাউকে পছন্দ করিস না। তুইতো শুধুই আমার।
আমিঃ কি বলছিস এসব!
মিথিলাঃ যা বলছি ঠিকই বলছি, এসব তোর মাথায় ঢুকবে না।
মিথিলা উঠে বই না নিয়েই বাইরে বেরিয়ে গেল।
বই পড়াটা যে একটা বাহানা ছিলো সেটা এখন বুঝতে পারছি। আর ও কি চাচ্ছে সেটাও বুঝতে পারছি।
তবে এটা সম্ভব না। ওকে আর সামনের দিকে এগোতে দেওয়া যাবে না। আমার মনে ওকে জায়গা দিতে পারব না। অনেক আগেই যে এই জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছি।
ওকে সবকিছু খুলে বলতে হবে। কি বলবো ওকে আমার অতীত...?
হঠাৎ,,, কারও আসার আওয়াজে তাকিয়ে দেখি মারিয়া..
আমিঃ যা আমি আসছি।
মারিয়াঃ কি বলছো?
আমিঃ খাবার জন্য ডাকতে আসছিস তাইতো?
মারিয়াঃ হ্যাঁ,,,
আমিঃ যা আসছি,,,
মারিয়া চলে গেল। আমিও আর বসে না থেকে উঠে নীচে এলাম।
সবাই বসে আছে আমিও একটা চেয়ার টেনে বসলাম।
আন্টি সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খাওয়ার মাঝখানে আমার পায়ে কারো ছোঁয়া পেলাম।
আমার পাশেই তো মিথিলা তার মানে এটা ওর কাজ। ওর দিকে তাকাতেই চোখ মারলো...
আমি পা সরিয়ে নিলাম। না আর দেরি করা যাবে না মিথিলাকে থামাতেই হবে।
আমি দ্রুত খাবার শেষ করে উঠে সোফাতে বসলাম। একটু পর ওদেরও খাওয়া শেষ হল। মিথিলা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল আর আমার পাশে এসে বসল
আমিঃ তোর সাথে কিছু কথা আছে।
মিথিলাঃ তো দেরি করছিস কেন?
আমিঃ সবার সামনে বলা যাবে না। একটু ছাদে আসতে পারবি?
মিথিলাঃ এখন?
আমিঃ হ্যাঁ...
মিথিলাঃ আচ্ছা যা আমি আসছি,,
আমি ওখান থেকে উঠে আমার রুমে এসে রুমে থাকা ফোন টা নিয়ে ছাদে চলে আসলাম।
এসে দেখি মিথিলা এখনো আসেনি। ছাদের এক কোণায় দাঁড়িয়ে রইলাম। কারো আসার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি মিথিলা
মিথিলাঃ বল এখন।
আমিঃ ওখানে গিয়ে বসে কথা বলি।
(ছাদে রাখা একটা বেঞ্চে বসলাম দুজন)
মিথিলাঃ বল এবার।
আমিঃ বুঝতে পারছি যে তোর মনে কি চলছে।
মিথিলাঃ তো
আমিঃ আমি চেয়েছিলাম তোকে কথাটা জানাবো না, কিন্তু তোকে কথাটা বলতেই হবে।
মিথিলাঃ কিসের কথা?
আমিঃ আমি একজনকে ভালোবাসি।
মিথিলাঃ মানে..?
আমিঃ আমি সাদিয়া কে ভালবাসি।
মিথিলাঃ হোয়াট...?(উঠে দাড়িয়ে পরল)
আমিঃ আগে আমার কথাটা শোন।
মিথিলাঃ কি কথা শুনবো তোর? তখন বললি এক কথা আর এখন বলছিস.....
আমিঃ প্লিজ রাগ করিস না আমার কথা শুন।
মিথিলাঃ না আমি কিচ্ছু শুনবো না।
আমিঃ বস এখানে প্লিজ।
( ওর হাত ধরে আবার বসালাম। মিথিলা চুপ করে বসল)
আমিঃ আমি অনেক আগে থেকেই সাদিয়াকে পছন্দ করতাম..
যেদিন ভাইয়ের জন্য ভাবিকে দেখতে যায়
♥♥অতীত♥♥
সকালে আম্মু ডাকে ঘুম ভাঙলো
আম্মুঃ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ।
আমিঃ এত সকালে উঠে কি করব?
আম্মুঃ কি করবি মানে? কালকে কি বলেছিলাম তোকে?
আমিঃ কি বলেছিলে?
আম্মুঃ আমাদের সাথে আজকে যাওয়ার কথা বলেছিলাম না তোকে?
পাশে থাকবেন সবাই...
চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com