Breaking News

সুখ পাখি । পর্ব - ১৫



ড্রয়িংরুমে....

শুভ্র, অভ্র,যায়েদ, আকাশ,সোফার একদিকে আর আরু,ইসু আরেক দিকে বসে আছে,,,
কিছুক্ষণ নিঃস্তব্ধতার পর ইসু বলে উঠলো,,
ইসুঃ- কিরে তোদের কাহিনি কি? আসার পর থেকে দেখছি মুখটা বাংলার পাঁচ বানিয়ে রেখেছিস,,কি ব্যাপার,,( শুভ্র দের উদ্দেশ্য করে)

যায়েদঃ- কি আর বলবো বলো, শুভ্র টা কবে থেকে এতো ঝগড়াটে হলো,, বুঝতেই পারলূম না( মজার ছলে)
যায়েদের কথা শুনে শুভ্র আড়চোখে যায়েদের দিকে তাকালো,,কিন্তু কিছুই বললো না,,
শুভ্রর রিয়াকশন দেখে যায়েদ আবার বলে উঠলো,,
--- কি শুভ্র কি হয়ে গেলো,,গম্ভীর,, রগচটা শুভ্র টা কেমন করে ঝগড়া করে,,এই দিন ও আমাগো দেখতে হলো,,( অনেকটা আফসোসের স্বরে)
যায়েদের কথা শুনে শুভ্র কড়াচোখে যায়েদের দিকে তাকালো আর বাকিরা মুখ টিপে হাসছে,,
এতক্ষণে শুভ্রর রাগের বহিঃপ্রকাশ ঘটেছে,,
শুভ্র ফোসস করে শ্বাস ছাড়ে,,

শুভ্র ঃ-- ওই শা* লা তোর সমস্যা কি? কখন থেকে দেখছি তুই আমাকে খুঁচিয়েই চলেছিস,,আর আমি কখন ঝগড়া করলাম,,ওই পিচ্চি টাই তো আমার সাথে ঝগড়া করছে,, ( যায়েদকে উদ্দেশ্য করে)
আরু এতক্ষণ নিরব দর্শক থাকলেও তাকে পিচ্চি বলাই তার মেজাজ খারাপ হয়ে গেছে,,
এই লোকটা কে কত করে বলছে সে পিচ্চি না তবুও তাকে পিচ্চি ই ডাকে,,,
--- ওই মিয়া,,আমাকে কোন এংগেলে পিচ্চি মনে হয়? কয়দিন পরে আমি কলেজে উঠমু,,আর এখন যদি আমাকে পিচ্চি ই ডাকে আমি বড় হমু কেমনে?
এতক্ষণে শুভ্র আরুর দিকে ভালো করে তাকায়,,
রাগে আরুর নাকটা লাল হয়ে আছে,,ফর্সা গাল গুলো ফুলে আছে দেখতে একদম বাচ্চাদের মতোই,,কে বলবে এই মেয়ে কয়েকদিন পরে কলেজে যাবে,,
আরুর এই চেহারাটা কেন জানি শুভ্রের খুব ভালো লাগছে তাই ওকে আরো রাগানোর জন্য শুভ্র বলে উঠলো,,

-- ওমা কলেজে উঠলেই কি মানুষ বড় হয়ে যায় নাকি যারা পিচ্চি তাদের বিয়ে হয়ে ৫-৬ টার মা হয়ে গেলেও পিচ্চি ই থাকবে,,বুঝলে পিচ্চি ( মজার ছলে)
শুভ্রের কথা শুনে তো আরুর মুখ রাগে লাল হয়ে গেছে পারে না তো এখনই উঠে শুভ্রের গলা টিপে ধরে,,
আরু কিছু বলতে নিবে,,তখনই ইসু ওদের থামিয়ে বলতে থাকে..
ইসুঃ- ওই তোরা চুপ করবি?কি শুরু করছিস,,আর একটা কথা শুনমু তো রান্না ঘর থেকে তরকারি নারার কাঠি আইনা তোদের পিঠে ভাঙমু,,( রাগার ভান করে)
ইসুর ধমকে পরিবেশ একদম চুপচাপ হয়ে গেছে,,,
---- ইসু আপু আমার জন্য এক কাপ চা করে দিতে পারবে? মাথাটা খুব ধরেছে,,
কারো ঘুমু ঘুমু কন্ঠে নিচের এই নিঃস্তব্ধ পরিবেশের ইতি ঘটে,,
সবাই সিড়ির দিকে তাকিয়ে দেখে তরু মাথায় চুলকাতে চুলকাতে নিচে নামছে,,চুল গুলো বড্ড অগেছালো,,বিকেলে মাথা ব্যথার কারনে একটু ঘুমানোর চেষ্টা করছিলো,,
নিচে এসে চেনা অচেনা মুখ গুলো দেখে বড্ড অবাক ই হলো সে,,,
বেচারা অভ্র তো গালে হাত দিয়ে তরুকেই দেখতে ব্যস্ত,,বাকি দিন দুনিয়ার তার খবর নাই,,সে তো ঘোরেই চলে গেছে...

অভ্রের ঘোর কাটে আকাশের ধাক্কায়..
আকাশ অভ্রের কানে কানে বলে,,,
আকাশঃ-- মামা একটু কমাইয়া দেখ,,কেউ নিয়া যাইতাছে না তোর পায়রা থুক্কু পার্বতিরে...
তরু অবাক ভাব কাটিয়ে বলে উঠলো...
তরুঃ-- আরে আপনারা?
শুভ্র ঃ-- কেমন আছো,,তরু?
তরুঃ-- শুভ্র ভাইয়া( অনেকটা অবাক হয়ে)
শুভ্র ঃ-- আরে মনে আছে নাকি,,আমার কথা,,
তরুঃ-- আবার জিগায়,, মনে থাকবে না কেন,,কত খেলছি আপনাদের সাথে,,আপনি, মোটু ভাইয়া,আমি,আরু,,যদিও আরু বেশ ছোট ছিলো( উচ্ছ্বসিত কন্ঠে)

শুভ্র ঃ-- হুম,,
তরুঃ-- মোটু ভাইয়া আসে নি?
তরুর কথা শুনে অভ্রের ভ্রু অমনিতেই কুচকে গেলো,,
আকাশ জিজ্ঞেস করলো..
আকাশ ঃ-- এই মোটু ভাইটা আবার কে?
আকাশের কথা শুনে শুভ্র স্বশব্দে হেসে উঠে,,
শুভ্র ঃ-- ওই যে তোমার মটু ভাইয়া,,( অভ্রের দিকে উদ্দেশ্য করে)
অভ্র বেচারা তো পারে না লজ্জায় মাটির সাথে মিশে যায়,,,
তরু হা করে অভ্রের দিকে তাকায়,,
তরুঃ-- আল্লাহ,,, মটু ভাই এতো চিকন হলো কেমনে,,(অবাক হয়ে)
তরুর কথা শুনে সবাই হেসে উঠে,,
অভ্রঃ- তরু ,, তুমি তো আমার মান- সম্মানের ফালুদা বানাই ফেলতাছো,,একটু রহম করো গো( কাঁদো কাঁদো গলায়)
ইসুঃ- আচ্ছা যাই হোক এখন এসব বাদ দে তো,,চল খাবি
বলেই ইসু উঠে গেলো,,
খাওয়া দাওয়া শেষ করে সবাই রুমে চলে যায়,,
শুভ্র, অভ্র,আকাশ আর যায়েদ একই রুমে থাকবে,,
আর আরু,ইসু আর তরু একরুমে,,

শুভ্র অভ্র,আকাশ আর যায়েদ বসে আড্ডা দিচ্ছে,,
হঠাৎ ই অভ্র খেয়াল করে শুভ্র কেমন জানি চুপচাপ,, কিছু একটা ভাবছে,,
অভ্রঃ- কি শুভ্র,, চুপচাপ কেন? কি এতো ভাবছিস?
শুভ্র ঃ-- নাহ কিছু না,, তোরা আড্ডা দে,,আমার ভালো লাগছে না,,
বলেই সে বারান্দায় চলে যায়,,
বাকিরা একজন আরেক জনের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়,,
আবার তারা নিজেদের মধ্যে গল্প করায় মগ্ন হয়ে গেল,,
বারান্দায় শুভ্র মনে মনে ভাবতে থাকে,,
--পিচ্চি টা কত বড় হয়ে গেছে,, আগের থেকে আরো সুন্দরী ও হয়েছে,,,,
এই এক মিনিট,,,

আমি ওর কথা চিন্তা করছি কেন? আজব!!!
নিজেকে নিজেই মনে মনে বকতে থাকে,,
বারান্দা ছেড়ে রুমে এসে দেখে,,বাকিরা ঘুমের প্রস্তুুতি নিচ্ছে,,
শুভ্র ঃ-- কিরে তোদের গল্প শেষ?
অভ্রঃ-- হুম,,ঘুমা তুই,, আমারো ঘুম পাইছে,,
সবাই শুয়ে পরে,,
শুভ্র শুয়ে ঘুমানোর জন্য চেষ্টা করছে,,
কিন্তু আজ যেন ঘুম চোখে ধরাই দিচ্ছে না,,,
কি শয়তান মেয়েরে বাবা,,সারাদিন জালিয়ে ও শখ মিটে নাই,,এখন আমার ঘুম ও কেড়ে নিছে,
সকাল টা হতে দাও খালি,,,
সকালে-----

চলবে...

No comments

info.kroyhouse24@gmail.com