Breaking News

মু'মিন বান্দার মৃত্যু কেমন করে হয়


মৃত্যুর জন্য নির্ধারিত সহযোগী ফেরেশতাদের একটি দল মৃত্যুমুখী মু'মিন বান্দার

কাছে হাজির হয়। এদের সুদর্শন শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসে। এই
ফেরেশতারা জান্নাতের পাত্র নিয়ে জান্নাতের ছবি নিয়ে মু'মিন বান্দার কাছে
হাজির হয়। তাকে সালাম জানিয়ে বলে, হে শান্তির আত্মা! সু-সংবাদ গ্রহণ কর
তোমার ঠিকানা জান্নাতে। এই দেখ তোমার বাসস্থান। এই বলে তাকে জান্নাতের
ছবি দেখায়। তখন মু'মিন বান্দার নাফসগুলি এবং রূহ আনন্দের সাথে মুখের
কাছে হাজির হয়ে অবস্থান নেয় এবং বলে হে আল্লাহ! আপনি আমার শ্রেষ্ঠ বন্ধু।
আমি আমার শ্রেষ্ঠ বন্ধুর নৈকট্য কামনা করি। এমতাবস্থায় আজরাইল (আ.)
হাজির হয়ে ধীরে ধীরে তার বন্ধনটা খুলে দেয়। তখন মু'মিন বান্দার প্রাণটা
দৌড় দিয়ে বের হয়ে আসে। আজরাইল অতি আদর করে তাকে ধরে
সাহায্যকারী ফেরেশতাদের পাত্রে তুলে দেয়। তারা মু'মিন বান্দার নাফসগুলি
এবং রূহকে নিয়ে আকাশের দ্বারে পৌঁছলে গেটের পাহাড়াদারগণ জিজ্ঞাসা করে
তোমরা কার পবিত্র আত্মাকে নিয়ে যাচ্ছ? বহনকারী ফেরেশতা তখন তার


পরিচয় প্রদান করে যে, আমরা অমুক নেক বান্দার আত্মাকে নিয়ে 'ইল্লিইনে
রওয়ানা করেছি। তখন ঐ আকাশে অবস্থানকারীরা বলে, আমরাও এ পবিত্র
আত্মার সাথে যাব। একই ভাবে দ্বিতীয় তৃতীয় হতে সপ্তম আকাশ পর্যন্ত
অবস্থানকারীগণ ঐ পবিত্র আত্মার সাথী হয় এবং সবাই মিলে তাকে ইল্লিইনে
পৌছিয়ে দিয়ে আসে। জান কবজের সময় এক সাথে অনেক কাজ করে। সূরা
আনয়ামের ৬১ আয়াতে বলা হয়েছে-

حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون

এমনকি যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয়। তখন আমার (আল্লাহ) প্রেরিত
দায়িত্বশীলগণ তোমাদের জীবনের সমাপ্তি ঘটায় তারা কোন ত্রুটি করে না।
জীবনের পূর্ণতাদানকারী তথা মৃত্যুর ফেরেশতাগণ নাফস এবং রূহকে সিজ্জিন,
অথবা ইল্লিইনে জমা করে দেয়ার পরে আর একটি স্তর বদলী হয়ে গেল। এবার
মৃত্যুর ফেরেশতারা বিদায় হয়ে গেল, এখন অন্য একদল দায়িত্বভার গ্রহণ
করল। তাদের উপাধি হচ্ছে মুনকার নাকীর এবং মৃত্যু ব্যক্তিরা যে জগতে প্রবেশ
করল এ জগতের নাম হচ্ছে আলমে বরজাখ বা পর্দার আড়ালের জগত। এ
জগতে মৃত ব্যক্তিরা ইসরাফিল (আ.)-এর সিঙ্গায় ফুৎকারের পূর্ব পর্যন্ত মুনকার
নাকীর ফেরেশতাদের তত্ত্বাবধানে থাকবে।

No comments

info.kroyhouse24@gmail.com